দিল্লি, ৫ ডিসেম্বর: ফের গাজায় (Gaza) হামলা চালাল ইজরায়েল (Israel)। এবার গাজার একটি ক্যাম্পে হামলা চালাল আইডিএফ। ইজরায়েলি (IDF) হামলার জেরে গাজার একটি আশ্রয় শিবির কার্যত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যার জেরে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গাজার যে সমস্ত অঞ্চলে আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে, সেই সমস্ত এলাকা বেশি করে নিশানা করছে ইজরায়েল। যে কোনPও এলাকা নিশানা করে তবেই ইজরায়েল সেখানকার নীরিহ মানুষের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয় প্যালেস্তাইনের তরফে।
অন্যদিকে ইজরায়েলের পালটা দাবি, যে এলাকায় তাদের যুদ্ধ বিমান বোমা ফেলেছে, সেখানে হামাসের একাধিক নেতা লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। দক্ষিণ গাজার ওই এলাকায় হামাসের একাধিক নেতা লুকিয়ে রয়েছে, সেই খবর পেয়েই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। সাধারণ মানুষকে লক্ষ্যে করে ইজরায়েলি সেনা কোনওভাবেই এই হামলা চালায়নি বলে দাবি করা হয় নেতানিয়াহু বাহিনীর তরফে।
আরও পড়ুন: Isarel-Gaza War: লেবানন থেকে গাজাকে সম্পূর্ণ সমর্থন, জানাল হেজবুল্লা নেতা
দক্ষিণ গাজার মুওয়াসি শিবিরে হামলার জেরে যেমন ২১ জনের মৃত্যু হয়, তেমনি উত্তর গাজাতেও চলে হামলা। উত্তর গাজা থেকে পরপর ১০ জনের মৃত্যুর খবর মেলে।
প্রসঙ্গত ২০২৩ সালের অক্টোবর থেকে ইজরায়েলের সঙ্গে হামাস জঙ্গিদের যুদ্ধ শুরু হয়। হামাস জঙ্গিদের খতম করতে গাজায় একটানা হানাদারি শুরু করেছে ইজরায়েল। যার জেরে কয়েক হাজার মানুষের মৃত্যু হচ্ছে একের পর এক করে।