গাজায় (Gaza) হামাসের (Hamas) শীর্ষ নেতা ইহা সিনওয়ারের ( Yahya Sinwar) বাড়ি ঘিরে ফেলেছে ইজরায়েলি (Israel) সেনা। দক্ষিণ গাজায় সিনওয়ারের বাড়ির চারপাশে হামাস জঙ্গিদের সঙ্গে ইজরায়েলি সেনা কর্মীদের জোর লড়াই শুরু হয়েছে। যে কোনও মুহূর্তে হামাসর এই শীর্ষ নেতার বাড়িতে ঢুকে তাকে পাকড়াও করা হতে পারে বলে দাবি আইডিএফের। প্রসঙ্গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। ৭ অক্টোবরের হামলার মানচিত্র তৈরি হয় সিনওয়ারের হাতে বলেই জানা যায়।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, আইডিএফ সিনওয়ারের বাড়ির আশপাশে হামাস জঙ্গিদের সঙ্গে লড়াই করছে। সিনওয়ারের গ্রেফতারি এখন সময়ের অপেক্ষা মাত্র বলে দাবি করেন নতানিয়াহু। এসবের পাশাপাশি নেতানিয়াহু আরও বলেন, সিনওয়ারের বাড়ি কোনও দুর্গ নয়। তাই যে কোনও মুহূর্তে সিনওয়ার পালাতে পারে। তাই হামাসের এই শীর্ষ নেতার বাড়ি পুরোপুরি ঘিরে ফেলার তোড়জোড় চলছে বলে জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Israel-Gaza War: গাজায় ইজরায়েলের হামলা বন্ধ করতে 'সাহসী' পাকিস্তানের সাহায্য চায় হামাস, রিপোর্ট
শুনুন কী বললেন নেতানিয়াহু...
עדכון ממני אליכם >> pic.twitter.com/gzKsAE8Ekn
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) December 6, 2023