গাজায় (Gaza) ইজরায়েলের (Israel) হামলা বন্ধ করতে এবার হামাস (Hamas) পাকিস্তানের (Pakistan) সাহায্য চাইল। হমাস নেতা ইসমাইল হানিয়ে সম্প্রতি পাকিস্তানকে নিয়ে মন্তব্য করেন। সেখানে ইসমাইল বলেন, গাজায় ইজরায়েলের হামলা বন্ধ করতে হামাস 'সাহসী' পাকিস্তানের সাহায্য চায়। পাকিস্তানের জিও নিউজের তরফে এই খবর প্রকাশ করতেই তা নিয়ে আন্তর্জাতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের প্রসঙ্গে বলতে গিয়ে পাকিস্তানকে 'ল্যান্ড অফ মুজাহিদিন' বলেও উল্লেখ করে হামাসের উচ্চ পর্যায়ের এই নেতা।
গত ৭ অক্টোবর হামাস হামলা চালায় ইজরায়েলে। ওই সময় হামাস যেমন ১৪০০ মানুষকে খুন করে নির্মম হত্যালীলা চালায়, তেমনি প্রায় ২০০ জনকে অপহরণ করা হয়। হামাস যখন অপহৃতদের নিয়ে গাজায় গা ঢাকা দেয়, সেই সময় পালটা হানাদারি শুরু করে ইজরায়েল। হামাস জঙ্গিদের খুঁজতে গাজায় প্রথমে আকাশ পথে তারপর স্থল বাহিনী প্রবেশ করে আইডিএফের। হামাস নিধনে ইজরায়েল পুরো শক্তি নিয়ে গাজায় হানাদারি চালায়। যার জেরে একের পর এক মৃত্যুর খবর উঠে আসত শুরু করে। যা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে ছড়ায় চাঞ্চল্য।
ইজরায়েলি মহিলাদের উপর হামাসের যৌন নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক মহল চুপ কেন, প্রশ্ন তোলেন বেঞ্জামিন নেতানিয়াহু...