ইজরায়েল হামাস যুদ্ধে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বিরতির চুক্তির মেয়াদ আরও বাড়ল। আর এই বাড়তি চুক্তির মেয়াদে আরও ৫০ জন প্যালেস্তানীয় নাগরিককে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল কর্তৃপক্ষ।
ইজরায়েলের প্রধানমন্ন্তী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে, সবদিক বিবেচনা করে আরও ৫০ জন মহিলা বন্দিকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েলের সরকার। তার বদলে ইজরায়েলের পণবন্দীদের ছাড়ার কথা জানিয়েছেন তিনি।
৫০ জন বন্দির বদলে ২০ জন ইজরায়েলী নাগরিককে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে চারদিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হলেও এখনও তা বাড়িয়ে আরও দুদিন বেশি করা হয়েছে। আমেরিকা ও কাতারের মধ্যস্থতায় এই সংঘর্ষ বিরতি সম্পন্ন হয়েছে ইজরায়েল ও হামাসের মধ্যে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তরফে বর্ধিত দুদিনের এই সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়েছেন।
৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ক্রমাগত গাজায় হামলা চালিয়ে আসছিল ইজরায়েল। দুপক্ষের মধ্যে যুদ্ধে কমপক্ষে ১২ হাজার প্যালেস্তানীয় নিহত হন। এছাড়া ইজরায়েলের তরফেও ১২০০ জন নিহত হন বলে জানা গেছে।
Israel approves list of 50 women prisoners to be released for extended truce
Read @ANI Story | https://t.co/Z0zZGU4gqj#Israel #Hamas #hostages #BenjaminNetanyahu pic.twitter.com/GrFfj59gDN
— ANI Digital (@ani_digital) November 28, 2023