Gaza (Photo Credit: Twitter)

ইজরায়েলের জেলে যে প্যালেস্তিনীয় বন্দিরা রয়েছে, অবিলম্বে তাদের মুক্ত করা হোক। এবার এমনই দাবি করল হামাস। প্যালেস্তিনীয় বন্দিদের মুক্ত করা হলে, অপহৃত ইজরায়েলিদেরও মুক্ত করা হবে। এমনই ইঙ্গিত দেওয়া হয় হামাসের এক প্রথম সারির নেতার তরফে। গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়ে পরপর ১৩০০ জনকে হত্যা করে হামাস। সেই সঙ্গে ১৯৯ জনকে অপহরণ করে নিয়ে যায় প্যালেস্তিনীয় এই জঙ্গি গোষ্ঠী। এমনই দাবি করে ইজরায়েলি সেনা। যদিও হামাসের পালটা দাবি তারা যাঁদের অপহরণ করেছে, সেই সংখ্যা ২০০ থেকে ২৫০ হতে পারে।

আরও পড়ুন: Israel-Hamas War: অপহৃত তরুণীর ভিডিয়ো পোস্ট হামাসের, অস্ত্রোপচার হয়েছে, গাজা থেকে কী জানালেন মিয়া দেখুন

এদিকে গাজায় যাতে খাবারস ওষুধ-সহ সমস্ত প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা অবিলম্বে করতে হবে বলে জানায় রাষ্ট্রসংঘ। গাজায় যাতে সাধারণ মানুষের খাবার, ওযুধ, জলের অভাব না হয়, তার জন্য ই জরায়েল, ইজিপ্টের সঙ্গে কথা বলছে রাষ্ট্রসংঘ।