ইজরায়েলি (Israel) পণবন্দিদের (Israeli Hostage) না ছাড়া হলে, হামাসকে নরকের দরজা দেখানো হবে। আমেরিকার প্রেসিডেন্ট পদে বসে এভাবেই হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই সঙ্গে ইজরায়েল এলং হামাসের (Hamas) যুদ্ধ বিরতি পদ্ধতি যাতে পূর্ণাঙ্গ রূপ নেয়, সে বিষয়ে হুমকি দেন টট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর এবার মুখ খুলল হামাস। প্যালেস্তিনীয় (Paletine) জঙ্গি গোষ্ঠীর নেতার তরফে জানানো হয়, ইজরায়েলি পণবন্দিদের তখনই মুক্ত করা হবে, যখন যুদ্ধ বিরতি মেনে চলা হবে। ইজরায়েল যদি যুদ্ধ বিরতি মেনে চলে, তাহলেই তাদের পণবন্দিদের মুক্ত করা হবে বলে জানানো হয় হামাস আধিকারিকের তরফে। সেই সঙ্গে ইজরায়েলি পণবন্দিদের না ছাড়লে মধ্যপ্রাচ্যকে নরক বানানোর যে হুমকি ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দেন, তাকেও হামাস আধিকারিক কার্যত নস্যাৎ করে দেয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ফুৎকারে উড়িয়ে দেয় হামাস আধিকারিক।
ইজজরায়েলি পণবন্দিদের মুক্ত করা নিয়ে কী বলল হামাস...
A Hamas official said Israeli hostages can be brought home from #Gaza only if a fragile ceasefire is respected, dismissing the "language of threats" after U.S. President #DonaldTrump said he would "let hell break out" if they were not freed.https://t.co/n8En1f8dCP
— The Hindu (@the_hindu) February 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)