গত ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) ভয়াবহ হামলা চালায় হামাস। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের (Hamas) যে নেতার নেতৃত্ব হামলা চলে, সেই ইয়াহ সিনওয়ারের খোঁজ মিলল। গাজায় যে গুপ্ত সুড়ঙ্গে হামাস লুকিয়ে থাকতে শুরু করে, তারই একটি মধ্যে ইয়াহ সিনওয়ারকে দেখা যায়। পরিবারের সঙ্গে ওই সুড়ঙ্গে দেখা মেলে ইয়াহ সিনওয়ারের। দক্ষিণ গাজার (Gaza) খান ইউনিস শহরে যে গুপ্ত সুড়ঙ্গগুলি রয়েছে হামাসের, তারই একটিতে পরিবারের সঙ্গে ইয়াহকে দেখা যায়। সম্প্রতি ইজরায়েল সেনা বাহিনীর তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেই ভিডিয়োতেই ইয়াহ সিনওয়ারকে দেখা যায় নিজের পরিবারের সঙ্গে। আইডিএফ ওই ভিডিয়ো প্রকাশ্য়ে আনতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
আরও পড়ুন: Israel-Hamas War: পণবন্দিদের মুক্তিই প্রথম শর্ত, বাড়ল ইজরায়েল-হামাসের যুদ্ধ বিরতির মেয়াদ
দেখুন ভিডিয়ো...
“Hamas leaders, wherever they are hiding, should know they are on borrowed time.”
Watch the full statement by IDF Spokesperson RAdm. Daniel Hagari: pic.twitter.com/iyh2pPlFuA
— Israel Defense Forces (@IDF) February 14, 2024