ইজরায়েলের (Israel) সঙ্গে হামাসের (Hamas) যুদ্ধ এখনও অব্যাহত। হামাস নিধনে গাজায় যে হামলা শুরু করেছে ইজরায়েল, তার জেরে এবার মৃত্যু ২৩ হাজারের কাছে পৌঁছে গেল। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েল, হামাসের যুদ্ধের জেরে এখনও পর্যন্ত গাজায় ২২,৪৩৮ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধের জেরে প্রতিদিন যেভাবে গাজায় মৃতের সংখ্যা বাড়ছে, তাঁদের মধ্যে ৭০ শতাংশ মহিলা এবং শিশু।
আরও পড়ুন: Israel-Hamas War: বহু বছর খোঁজের পর হামাসের শীর্ষ নেতাকে হত্যা ইজরায়েলের, রিপোর্ট
রিপোর্টে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় গাজায় ১২৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৩১৮ জন। যা নিয়ে গাজা (Gaza) জুড়ে আহতর সংখ্যা ৫৭ হাজার পার করেছে। গাজায় সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্য কর্মীদেরও মৃত্যু হচ্ছে ক্রমাগতভাবে। সবকিছু মিলিয়ে যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত গাজার পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে।
সম্প্রতি লেবাননের বেইরুটে হামলা চালিয়ে হামাসের শীর্ষ নেতা সালেহ আরৌরিকে হত্যা করেছে ইজরায়েল। সালেহর পাশাপাশি হামাসের আরও ২ নেতা ইজরায়েলি হামলায় নিহত বলে খবর মেলে। হামাস অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ না করলে, এই যুদ্ধ কোনওভাবে বন্ধ হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।