Netanyahu, Trudeau (Photo Credit: Instagram)

গাজায় যেভাবে মহিলা এবং শিশুদের প্রাণ যাচ্ছে, তা শিগগিরই বন্ধ হওয়া উচিত। গাজায় নির্বিচারে মানুষের প্রাণ যাওয়া বন্ধ হোক বলে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যা শুনে পালটা মন্তব্য করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস জঙ্গিরা ইজরায়েলে প্রবেশ করে যে বর্বর হত্যাকাণ্ড চালায়, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। হামাস জঙ্গিদের বর্ব হত্যাকাণ্ডের বিরুদ্ধেই ইজরায়েল যুদ্ধে নেমেছে বলে ট্রুডোকে পালটা উত্তর দেন নেতানিয়াহু। ইজরায়েল যখন নিজের দেশের মানুষকে রক্ষা করতে প্রাণপাত করছে, সেই সময় হামাস বর্বর কীর্তি শুরু করেছে বলেও নিজের সোস্যাল হ্যান্ডেলে তোপ দাগেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।