Benjamin Netanyahu (Photo Credit: Instagram)

দিল্লি, ২০ মে: হামাস (Hamas) নিধন করতে গিয়ে গাজ়ায় (Gaza) জয় পেয়েছে ইজরায়েল (Israel)। আর এবার গাজ়া দখল করবে ইজ়রায়েল। সোমবার এক বিবৃতিতে বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এমন দাবি করেন। যা নিয়ে পালটা মন্তব্য করা হল ব্রিটেন (UK), ফ্রান্স (France) এবং কানাডার (Canada) তরফে। গাজ়া নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের কড়া সমালোচনা করা হয় ব্রিটেন, ফ্রান্স, কানাডার তরফে। ইউরোপের (Europe) এই ৩ দেশ ইজরায়েলের পদক্ষেপের বিরোধিতা করে। তাদের তরফে জানানো হয়, ইজরায়েল যেভাবে যুদ্ধ সম্প্রসারণের চেষ্টা করছে, তা অত্যন্ত নিন্দনীয়।

পাশাপাশি গাজ়ার পরিস্থিতি বর্তমানে অসহনীয় বলেও মন্তব্য করা হয় ইউরোপের এই ৩ দেশের তরফে। ইজরায়েল যদি গাজ়া দখলের পরিকল্পনা করে, তাহলে তারা কোনওভাবেই নেতানিয়াহুর সঙ্গে থাকবে না। ইজরায়েলের পদক্ষেপের কড়া বিরোধিতা করা হবে বলে স্পষ্ট জানানো হয় ইউরোপের ৩ দেশের তরফে।

আরও পড়ুন: Israel-Hamas War: গাজায় কি হামলা বন্ধ হবে এবার? যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

সোমবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এবার গাজ়া দখলের দিকে এগোবে আইডিএফ। গাজ়ার যে সমস্ত যুদ্ধ বিধ্বস্ত এলাকা রয়েছে, সেখানে আইডিএফ নতুন করে অভিযান শুরু করবে। কূটনৈতিক কারণে গাজ়ায় দুর্ভিক্ষ রোধ জরুরি। তাই এবার গাজ়ার দখল ইজরায়েল নেবে বলে সোমবার এক বিবৃতি প্রকাশ করে জানান বেঞ্জামিন নেতানিয়াহু।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্যে গোটা বিশ্ব জুড়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। এরপরই নেতানিয়াহুর মন্তব্যের বিরোধিতা করা হয় ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার তরফে।  মিত্র দেশের তরফে যখন তাঁর বক্তব্যের বিরোধিতা করা হয়, তখন পালটা মন্তব্য করেন নেতানিয়াহু।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী বলছেন গাজ়া নিয়ে, তা শুনুন এবং সেটিই ধরে রাখার চেষ্টা করুন ইউরোপের বিভিন্ন দেশের প্রধানরা। অর্থাৎ ট্রাম্প যেভাবে ইজরায়েলকে সমর্থন করছেন, ইউরোপের বাকি দেশগুলিও যাতে  নেতানিয়াহুর পাশে দাঁড়ান এবং ইজরায়েলের জয়ে সহযোগিতা করেন, সেই দাবি জানানো হয়।