যুদ্ধের (War) জন্য তৈরি মন্ত্রিসভা ভেঙে দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahi)। ৭ অক্টোবর ইজরায়েলে হামাস (Hamas) চামলা চালালে, সময় ব্যায় না করে গাজায় পালটা হানাদারি শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা বাহিনী। হামাস নিধনে গাজায় যে হামলা চালানো হয়, তার জন্য একটি পৃথক মন্ত্রিসভা গঠন করেন নেতানিয়াহু। যুদ্ধের জন্য তৈরি মন্ত্রিসভাই এবার ভেঙে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। হামাসের পাশাপাশি হেজবুল্লা জঙ্গিদের বিরুদ্ধেও কীভাবে হামলা চলবে, তাও নির্ধান করত নেতানিয়াহুর ওই নয়া মন্ত্রিসভা। যুদ্ধের রণকৌশল তৈরির সেই মন্ত্রিসভাই এবার ভেঙে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
নেতানিয়াহুর সরকার থেকে বেনি গ্যান্টজ পদত্যাগ ককরতেই , যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দেন বেঞ্জামিন নেতানিয়াহু। ফলে এবার কি গাজায় হামলা বন্ধ করবে ইজরায়য়েল, সেদিকে তাকিয়ে প্রায় গোটা বিশ্ব।
গাজায় এক নাগাড়ে হামলার জেরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুিকে ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী বলে অভিযুক্ত করেছে রাষ্ট্রসংঘ। যার প্রেক্ষিতে নেতানিয়াহু বলেন, হামাস নিধন তিনি চালিয়ে যাবেন। ইজরায়েল নিজের নীতিতে অটুট।