Benjamin Netanyahu (Photo Credits: X)

দিল্লি, ৬ জুন: এবার বেঞ্জামিন নেতানিয়হু (Benjamin Netanyahu) সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল ইজরায়েলের (Israel) বিরোধী দল। নেতানিয়াহু সরকার গাজ়ায় (Gaza) মিলিশিয়াদের অস্ত্র সরবারহ করছে। এবার এমনই অভিযোগ করল ইজরায়েলের বিরোধী দল। গাজ়ায় হামাস নিধন প্রক্রিয়া শুরু করেছে ইজরায়েল। গত প্রায় ২ বছর ধরে ইজরায়েলের সঙ্গে হামাসের (Hamas) লড়াই চলছে। হামাস নিধন যজ্ঞে, বহু সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। নীরিহ মানুষের প্রাণ যেভাবে যাচ্ছে গাজায়, তার জেরে গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে তোলপাড়। এবার তার মাঝেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করল ইজরায়েলের বিরোধী দল। গাজায় (Israel-Gaza War) যে মিলিশিয়ারা (Militia) রয়েছে, তাদের অস্ত্র সরবারহ করা হচ্ছে বলে অভিযোগ করে ইজরায়েলের বিরোধী দল।

আরও পড়ুন: Greta Thunberg Sails To Gaza, Warns Netanyahu: ভূমধ্যসাগরেই এবার রক্তারক্তি? দুধ, চাল, ওষুধ নিয়ে গাজ়ার দিকে এগোচ্ছে গ্রেটার নৌকা, আটকাতে সবদিক থেকে প্রস্তুত ইজরায়েল

ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, গাজায় যে মিলিশিয়ারা অর্থাৎ বিক্ষুব্ধরা রয়েছে, তাদের সঙ্গে আইসিসের প্রত্যক্ষ যোগ রয়েছে। আইসিসের সঙ্গে যে মিলিশিয়াদের যোগ রয়েছে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। যদিও নেতানিয়াহু সরকারের তরফে এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করা হয়নি।

এদিকে সম্প্রতি মহম্মদ সিনওয়ারকে খতম করা হয়েছে বলে দাবি করেন বেঞ্জামিন নেতানিয়াহু। গাজার হামাস প্রধান মহম্মদ সিনওয়ারকে আইডিএফ খতম করেছে বলে জানানো হয়। গাজার প্রাক্তন হামাস প্রধান ইয়াহা সিনওয়ারের ভাই মহম্মদ সিনওয়ার। এবার সেই মহম্মদ সিনওয়ারকে খতম করে নেতানিয়াহু গাজা দখল করতে চাইছে বলে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে নেতানিয়াহুও দাবি করেন, ইজরায়েলি বাহিনী গাজ়া দখল করতে চায়। যা নিয়ে জোর তরজা শুরু হয়ে যায় বিশ্ব জুড়ে। গাজ়া দখল করলে ইজরায়েলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে ফ্রান্স, কানাডা এবং ব্রিটেন। ইউরোপের এই তিন দেশের তরফে এমন বার্তা স্পষ্ট করে দেওয়া হয়। যার উত্তরে নেতনিয়াহু পালটা বলেন, অপহরণকারী, খুনিদের সঙ্গী কারও হওয়া উচিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করছেন, তা দেখে ইউরোপের এই দেশগুলির শেখা উচিত বলে মন্তব্য করেন নেতানিয়াহু।