হামাস (Hamas) নিধনে ইজরায়েল (Israel) যেভাবে এসক নাগাড়ে গাজায় (Gaza) হামলা চালাচ্ছে, তার বিরুদ্ধে এবার সুর চড়াল আমেরিকা। গাজার সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভাবতে হবে ইজরায়েলকে। আমেরিকার সমর্থন ইজরায়েল তখনই পাবে যখন গাজার নাগরিকদের নিরাপত্তার কথা নেতানিয়াহু সরকার ভাববে। এ বিষয়ে কথা বলতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ হয় বেশ কিছুক্ষণ ধরে। আর সেখানেই গাজার মানুষের নিরাপত্তার বিষয়টি উঠে আসে দুই রাষ্ট্রনেতার কথায়।
আরও পড়ুন: Israel-Gaza War: গাজায় সাহায্য পাঠানো কঠিন এবং বিপদজ্জনক, জানাল WHO
গাজায় রাষ্ট্রসংঘের ত্রাণের গাড়ি থেকে যখন গাজার নাগরিকরা খাবার সংগ্রহ করছিলেন, সেই সময় আকাশপথে বোমাবর্ষণ করে ইজরায়েল। যার জেরে পরপর ৭ প্যালেস্তীনিয়র মৃত্যু হয় সম্প্রতি। যে ঘটনার কড়া নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ফলে আমেরিকার সমর্থন ইজরায়েল তখনই পাবে, যখন গাজার মানুষের নিরাপত্তার কথা আইডিএফ ভাববে। ইজারেয়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথপোকথনের সময় নেতানিয়াহুকে এমনই কড়া ভাষায় নিজের মত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।