Gaza Fire (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২১ জুলাই: ফের নতুন করে গাজ়ায় (Gaza) হামলা শুরু করল ইজরায়েল (Israel)। ইজরায়েলের হামলার জেরে ৫ প্যালেস্তানীয়র (Palestine) মৃত্যু হয়েছে। আহত বহু। গাজার পাশাপাশি ইয়েমেনের (Yemen) হাউথিদের ঘাঁটিতে হামলা শুরু করে ইজরায়েল। যার জেরে পরপর ২৭ জন নিহত। সেই  সঙ্গে আহত অনেকে বলে জানা যাচ্ছে। রিপোর্টে প্রকাশ, ইজরায়েলের হামলা এখনও বন্ধ হয়নি। ফলে আহত এবং নিহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নতুন করে ইজরায়েল কেন গাজ়ায় হামলা শুরু করে, সে বিষয়ে জানা যায়নি। তবে হামাসের পাশাপাশি এবার যে হাউথিদের উপরও ইজরায়েল এক নাগাড়ে হামলা শুরু করেছে, তা স্পষ্ট।

আরও পড়ুন: Israel-Hamas War: পণবন্দিদের মুক্তি নিয়ে ব্লিনকেনের সঙ্গে কথা নেতানিয়াহুর, গাজায় সাহায্য নিয়েও আলোচনা

গাজ়ায় হামলা চালানোর পর থেকে এখনও পর্যন্ত ৫৯,০২৯ জনের মৃত্যু হয়েছে। হামাসের পাশাপাশি সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে এক নাগাড়ে। হামাস নিধন করতে গিয়ে ইজরায়েলি সেনা যেভাবে গাজ়ার সাধারণ মানুষকে হত্যা করছে, তার জেরে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

যার জেরে রাষ্ট্রসংঘের (UN) তরফেও ইজরায়েলের কাছে যুদ্ধ বিরতির আর্জি জানানো হয়েছে। তবে ইরানে যুদ্ধ বন্ধ করলেও, গাজ়া এবং ইয়েমেন নতুন করে হামলা শুরু করেছে  বেঞ্জামিন নেতানিয়াহু বাহিনী।

এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে নতুনভাবে সাজাতে চেয়েছেন। তিনি গাজ়ার দখল নিয়ে প্যালেস্তাইনের ওই ভূখণ্ডের মানুষের জীবনযাত্রীর মান পালটাতে চান। ইজরায়েলেই ওই কাজে আমেরিকাকে সাহায্য করবে বলে জানায়। অর্থাৎ ইজরায়েলি সেনা গাজার দখল নিয়ে সেখানে ট্রাম্পের অধীনে নতুন শহরের পরিকাঠামোর তৈরি করবে বলে জানায়। গাজায় যেভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে, তা থামাতে ওই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে ইজরায়েল। যার প্রবল বিরোধিতা করে কানাডা-সহ ইউরোপের আরও ৩টি দেশ। ইজরায়েল যদি গাজ়া দখল করতে যায়, তাহলে নেতানিয়াহুর সঙ্গ তাঁরা কখনও দেবেন না বলে ইউরোপের দেশগুলির তরফে জানানো হয়। যা নিয়ে ফের ইজরায়েলের সঙ্গে পশ্চিমী দেশের একাংশের বিবাদ শুরু হয়।