Hamas Tunnel (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২১ নভেম্বর: আবারও হামাসের একটি গুপ্ত টানেল বা সুড়ঙ্গের খোঁজ পেল ইজরায়েল। ৭ কিলোমিটার লম্বা, ২৫ মিটার গভীর হামাসের এই গোপণ সুড়ঙ্গের খোঁজ পেতেই তার ছবি এবং ভিডিয়ো প্রকাশ করল আইডিএফ। ইজরায়েলি সেনা বাহিনী নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে হামাসের ওই গুপ্ত সুড়ঙ্গের ছবি এবং ভিডিয়ো প্রকাশ করে। যা সামনে আসতেই, তা নিয়ে পের হুলুস্থূল শুরু হয়েছে।

আইডিএফ যে গুপ্ত সুড়ঙ্গ খুঁজে বের করে, সেখানে লুকিয়ে রাখা হয়েছিল ইজরায়েলি সেনার লেফট্যন্যান্ট জেনারেল হার্ডার গোল্ডিনকে। ওই গোপণ সুড়ঙ্গ যে অন্ধকার কূপ। যেখানে যত্রতত্র ছড়ানো বহু জলের বোতল, প্লাস্টিক এবং অন্যান্য জিনিসপত্র।

ইজরায়েলের রাফা শহরের পাশে হামাসের এই দীর্ঘ গুপ্ত সুড়ঙ্গ। যার খোঁজ পেতেই ইজরায়েলি সেনা সেখানে প্রবেশ করে এবং ছবি এবং ভিডিয়ো তুলে আনে সেখান থেকে।

দেখুন হামাসের সেই গুপ্ত সুড়ঙ্গের ভিডিয়ো...

 

ইজরায়েলি সেনার কথায়, মসজিদ, ছোটদের স্কুল, হাসপাতালের মত জায়গাগুলিকে নিশানা করে, প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সেখানে ঢুকে পড়ছে এবং ঘাঁটি তৈরি করছে। স্পর্শকাতর এই জায়গাগুলিতে যাতে ইজরায়েল হামলা চালাতে না পারে, তার জন্যই সেগুলিকে বেছে নিতে শুরু করে হামাস। এই গুপ্ত সুড়ঙ্গের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।