Israel-Gaza War (Photo Credit: X)

দিল্লি, ২৭ জুন: গাজ়ায় (Gaza) ক্রমাগত হামলা করছে ইজরায়েল (Israel)। ইরানের (Iran) সঙ্গে সংঘর্ষ বিরতি হলেও, গাজ়ায় থামার নাম নেই আইডিএফের। সেই কারণে গাজ়ার বিভিন্ন অংশ ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা (IDF)। যার জেরে খাবার নিতে গেলেও,গাজ়ার মানুষের উপর আইডিএফ বোমা ছুঁড়তে শুরু করেছে। এমন ছবিও উঠে আসছে। যা নিয়ে ইতিমধ্যেই ইজরায়েলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন গাজ়ার সাধারণ মানুষজন। রিপোর্টে প্রকাশ, গাজ়ায় যাঁদের হাতে কোনও বন্দুক বা অস্ত্র নেই, সেই সমস্ত মানুষের উপরও ইজরায়েলি সেনা হামলা চালাতে শুরু করেছে।

আরও পড়ুন: Horrific Video From West Bank: গাজ়ার পর ওয়েস্ট ব্যাঙ্কে হামলা ইজরায়েলের, জ্বালিয়ে দিল গোটা গ্রাম? দেখুন ভিডিয়ো

এদিকে ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষ বিরতি সম্পন্ন হয়েছে। ইরান প্রথমে সংঘর্ষ বিরতি মানতে না চাইলেও শেষে রাজি হয়ে যায়। যার জেরে ইজরায়েলে হামলার কথা বলেও শেষে পিছিয়ে আসতে বাধ্য হয়। ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতি সম্পন্ন হলেও গাজ়ার সাধারণ মানুষের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে আইডিএফ।

অন্যদিকে ইজরায়েল বা আমেরিকা যদি আবার হামলা চালানোর চেষ্টা করে, তাহলে ইরান ছাড়বে না। 'জিওনিস্টদের' খতম করে দেওয়া হবে বলে বৃহস্পতিবার হুমকি দেন ইরানের প্রধান ধর্মগুরু আয়াতোল্লা আলি খোমেইনি। যুদ্ধের মাঝে এক সপ্তাহ ধরে অন্তরালে চুপ থাকার পর অবশেষে বৃহস্পতিবার মুখ খোলেন খোমেইনি। আর সেখানেই ইজরায়েল এবং আমেরিকার বিরুদ্ধ প্রকাশ্যে হুমকি দেন খোমেইনি।