দিল্লি, ২৬ জুন: এবার ওয়েস্ট ব্যাঙ্ক (West Bank) থেকে উঠে এল ভয়াবহ ছবি। ওয়েস্ট ব্যাঙ্কে রামাল্লার (Ramallah) কাছে একটি গ্রামে (তেইবে) আগুন ধরিয়ে দিল ইজরায়েলিরা (Israel)। এমনই ছবি উঠে আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। রামাল্লার কাছে তেইবে নামের যে গ্রাম রয়েছে, সেখানকার একাধিক বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সময় স্থানীয় মানুষকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বুধবার রাতে ওয়েস্ট ব্যাঙ্ক থেকে এমনই সব ছবি উঠে আসতে শুরু করে।
আরও পড়ুন: Israeli Killed 51 In Gaza: ইরানে হামলার মাঝে গাজ়ায় নিঃশব্দে হামলা ইজরায়েলের, আইডিএফ মারল ৫১ জনকে
দেখুন কী চলছে ওয়েস্ট ব্যাঙ্কে..
Horrific night in the West Bank: Israeli settlers are currently attacking the Christian village of Taybeh, near Ramallah—setting homes on fire and shooting at residents. pic.twitter.com/Ug8UzVg94b
— Ihab Hassan (@IhabHassane) June 25, 2025
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের মাঝে ইজরায়েল গাজ়াতেও (Gaza) ক্রমাগত হামলা শুরু করেছে। গাজ়ার বিভিন্ন জায়গায় আইডিএফ (IDF) যেমন হামলা চালাচ্ছে, তেমনি যে কমিউনিটি কিচেন রয়েছে, সেগুলিও ছাড় পাচ্ছে না। ফলে জনসাধারণের রান্নাঘরের দিকে থালা হাতে শিশুরা গেলেও, তারা ইজরায়েলি হামলা থেকে ছাড় পাচ্ছে না বলে বিভিন্ন ধরনের ছবি উঠে আসতে শুরু করেছে।
২৫ জুন গাজ়া থেকে একটি রিপোর্টে উঠে আসে। যেখান থেকে জানা যায়, ইজরায়েলি বাহিনী গাজ়ায় নতুন করে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করেছে। যার জেরে গাজা়য় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে বলেই সাম্প্রতিক পরিসংখ্যানে মনে করা হচ্ছে।