IDF Attacks In Gaza Hospital (Photo Credit: Twitter)

দিল্লি,৮ জানুয়ারি: গাজায় (Gaza) ফের জোরদার হামলা শুরু করল ইজরায়েল (Israel)। গাজায় হামলার জেরে এবার ফের পরপর ২২ জনের মৃত্যুর খবর মিলছে। রিপোর্টে প্রকাশ, ইজরায়েলের হামলায় গাজায় এবার ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার গাজার শেখ রাডওয়ান প্রদেশে হামলা চালায় ইজরায়েলি সেনা (IDF)। আকাশ পথে চলে এই হামলা। ইজরায়েলে হামলার জেরে পরপর ১০ জন নিহত হয়েছে বলে প্যালেস্তাইনের তরফে দাবি করা হয়। অন্যদিকে শেখ রাডওয়ানের পাশাপাশি জেইতুনেও চলে আকাশ পথে হামলা। যেখান থেকে ৫ জনের মৃত্যুর খবর আসে। এরপর মধ্য গাজার দেই আল-বালা শহরে ইজরায়েলি সেনা হামলা চালালে, আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। জাবালিয়ায় আইডিএফের হামলায় বাকি ৪ জনের নিহত হওয়ার খবর মেলে। যা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। ইজরায়েল যাতে এখনই যুদ্ধ বন্ধ করা হয়, সে বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে।

গাজায় ফের হামলা শুরু করেছে ইজরায়েল...

 

আরও পড়ুন: Donald Trump Warns Hamas: 'নরক পৌঁছে দেব', হামাসকে চরম হুমকি ডোনাল্ড ট্রাম্পের

বুধবারও গাজায় হামলা চলে। ওইদিন প্রায় গোটা গাজার একাধিক জায়গায় হামলা চালায় আইডিএফ। মঙ্গলবারের হামলায় ২৪ জন নিহত হয় বলে দাবি করে প্যালেস্তাইন। মাওয়াসি এবং খান ইউনিস শহরে এই হামলা চলে। ইজরায়েলের যে হামলার জেরে বেশ কয়েকজন মহিলা এবং শিশুর প্রাণহানি হয়েছে বলে রিপোর্টে প্রকাশ।

মঙ্গলবারের হামলার রেশ কাটতে না কাটতেই গাজার একাধিক গুরুত্বপূর্ণ শহরে ফের আকাশ পথে হামলা চালাতে শুরু করে ইজরায়েলি সেনা।