ইজরায়েলের বেশ কিছু রাস্তা এখন প্য়ালেস্টাইন যোদ্ধা/জঙ্গিদের দখলে। প্যালেস্টাইন থেকে ফানুশে উড়ে সীমান্ত টপকে ইজরায়েলে ঢুকে পড়ছে জঙ্গিরা। ইজরায়েলের সেনা দফতরেও হামলা। আর তার পরেই যুদ্ধের ঘোষণা। রাশিয়া-ইউক্রেনের পর এবার সরকারীভাবে শুরু হল ইজরায়েলর-প্যালেস্টাইন যুদ্ধ। গাজা থেকে মিসাইল হামলা, প্যারাসুটে চড়ে ইজরায়েলে প্যালেস্টাইনের হামাস জঙ্গিরা ঢুকে পড়ার পর সে দেশের সরকার সরকারীভাবে যুদ্ধ ঘোষণা করল।
প্যালেস্টাইনের হামাস গ্রুপ ঘোষণা করেছে এবার তারা ইজরায়েলকে ধ্বংস করেই ছাড়বে। ইজরায়েলের বিভিন্ন জায়গায় হামাসের সেনা (অন্য মতে জঙ্গি)-রা ঝুকে পড়েছে। ইজরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে হামাস।
দেখুন ভিডিয়ো
War has started... Gaza Under attack
Israel declares state of war following numerous infiltrations and rocket attacks from the Gaza Strip#IsraelUnderFire#Israel#IsraelPalestineWar#Gazapic.twitter.com/jGfiJLNaBY
— know the Unknown (@imurpartha) October 7, 2023
ইজরায়েলের রাস্তায় হামাস জঙ্গিরা, দেখুন ভিডিয়ো
Update: #Palestinianmilitants persist in patrolling the streets of southern #Israel, where they continue to perpetrate massacres against any individuals, regardless of gender or age, whom they encounter. pic.twitter.com/D4MszLzRX0
— know the Unknown (@imurpartha) October 7, 2023
ইজরায়েলের রাস্তায় গাজা থেকে উড়ে আসা রকেট হামলা
Ashkelon in southern Israel just now, after direct hit by a Hamas rocket from Gaza!#Israel #BMCM Hamas Palestine #BANvsAFG Gaza #PowerOfMeditationpic.twitter.com/owNNt1Ubab
— Mukund kumar Jha 🇮🇳 (@iammukundkumar) October 7, 2023
ইজরায়েলকে আক্রমণ করতে লেবাননের সশস্ত্র এক জঙ্গি সংগঠনের সাহায্য চেয়েছে। ইজরায়েলের আম জনতার দাবি, ২৬/১১ মুম্বই হামলার কায়দায় ইজরায়েলে জঙ্গি আক্রমণ চালাচ্ছে প্যালেস্টাইন। আর তাই তা প্রতিরোধে যুদ্ধ ঘোষণা করল ইজরায়েল। হামাসের দাবি, ইজরায়েলে ঢুকে পড়ে তারা সে দেশের বেশ কয়েক হাজার সেনাকর্মী, সেনা অফিসারদের বন্দি বানিয়েছে। ইজরায়েলের দক্ষিণ অংশে গাজা থেকে উড়ে আসছে শয়ে শয়ে মিসাইল। তাতে বেশ কিছু বড় বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।