হামাসকে ধ্বংস করা হোক বা লেবাননের ওপর হামলা, প্রতিসময়ই ইজরায়েলকে (Israel) কাঠগড়ায় তুলেছে জাতিসংঘ (United Nations)। বেঞ্জামিন নেতানিয়াহুের (Benjamin Netanyahu) পদক্ষেপকে কড়া সমালোচনা করেছে আন্তোনিও গুতেরেস (Antonio Guterres)। কিন্তু মঙ্গলবার রাতে যখন ইরান (Iran) পাল্টা ইজরায়েলের ওপর হামলা চালালো এবং এই ক্ষেপনাস্ত্র হামলা যখন জনবহুল এলাকায় করা হল সেই নিয়ে নীরব কেন জাতিসংঘ। বুধবার এই প্রশ্নই জাতিসংঘের উদ্দেশ্যে তুললেন ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাটস (Israel Katz)। তিনি কার্যত ক্ষোভ উগড়ে দেন জাতিসংঘের মহাসচিবের ওপর। একইসঙ্গে তিনি জানান ইজরায়েলবাসী গুতেরেস অস্তিত্ব মানবেন না এবং তাঁর বিরুদ্ধে আজীবন ইজরায়েলে প্রবেশের ওপর জারি করা হল নিষেধাজ্ঞা।
বুধবার এক্স হ্যাণ্ডেলে টুইট করে এমনটাই ঘোষণা করেন কাটস। সেই সঙ্গে তিনি বলেন, "ইরান যেভাবে ইজরায়েলের ওপর হামলা চালিয়েছে তাতে যে কেউ এর জঘন্য নিন্দা করেছেন। এমনকী একাধিক দেশ এর বিরোধীতা করেছে। কিন্তু জাতিসংঘ এখন নীরব কেন? গুতেরেস ইজরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন। উনি এমন একজন মহাসচিব যিনি গত ৭ অক্টোবর হামাস যখন ইজরায়েলে হামলা চালিয়েছিল, মহিলাদের ধর্ষণ করেছিল তখন নিন্দা করেননি"।
Israel declared UN Secretary-General Antonio Guterres persona non grata in Israel and banned him from entering the country.
Israel’s Minister of Foreign Affairs, Israel Katz tweets, "Today, I have declared UN Secretary-General Antonio Guterres persona non grata in Israel and… pic.twitter.com/fET6U8XQT9
— ANI (@ANI) October 2, 2024
ইজরায়েল কাটস আরও বলেন, "উনি হামাস, হেজবুল্লা, হুথা এবং সন্ত্রাসবাদী দেশ ইরানকে নিঃস্বার্থভাবে সমর্থন করে এসেছেন। এরা জঙ্গি সংগঠন তৈরি করেছিল শুধুমাত্র ইজরায়েলকে শেষ করার জন্য। আর গুতেরেস এদের সমর্থন করে যাচ্ছেন। জাতিসংঘের ইতিহাসে ওনাকে একটি দাগ হিসেবে স্মরণ করা হবে। ইজরায়েল তাঁর নাগরিকদের প্রতিনিয়ত রক্ষা করে যাবে এবং এরজন্য কোনও আন্তোনিও গুতেরেসের সমর্থন লাগবে না"।