দামাস্কাস, ১ সেপ্টেম্বর : ফের সিরিয়ায় বোমা বিস্ফোরণ। এবারও ইজরায়েলই চালকের আসনে। সিরিয়ার আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে (Aleppo International Airport in Syria) ইজরায়েলের ছোঁড়া বোমায় ব্যাপক ক্ষয়ক্ষতি হল। জিনহুয়া নিউজ এজেন্সি সূত্রে খবর, ওই বোমাটি ভূমধ্যসাগর পেরিয়ে এসেছে। আরও পড়ুন-Punjabi Singer Nirvair Singh Killed: মেলবোর্নে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত পাঞ্জাবী গায়ক নিরভৈর সিং
সিরিয়ার মানবাধিকার কমিশন, ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক জানিয়েছেন, ইজরায়েল ওই বিমানবন্দরে পরপর চারটি বোমা ফেলেছে। এর জেরে আশপাশের এলাকাতেও সমূহ ক্ষতি হয়েছে।
দেখুন আলেপ্পো বিমান বন্দরে ইজরায়েলের বোমা বর্ষণ
BREAKING: Israel just bombed Aleppo International Airport in Syria. Aleppo is Syria's economic hub.
This is after they bombed Damascus International Airport two months ago.
Israel is an aggressive bully that exports terrorism then plays the victim. pic.twitter.com/wMMmwzkZad
— Richard Medhurst (@richimedhurst) August 31, 2022
বুধবারের সিরিয়ার ওপর ইসরাইলের এটি এই বছরের ২২তম আক্রমণ। গত সপ্তাহেই সিরিয়ার ম্যাসিয়াফ শহর আক্রমণ korechilo সিরিয়া।