দিল্লি, ১৭ সেপ্টেম্বর: বুধবার থেকে গাজ়া (Gaza) শহরে ঢুকতে শুরু করেছে ইজরায়েলের (Israel) ট্যাঙ্ক। একের পর এক ট্যাঙ্কার নিয়ে পশ্চিম এবং মধ্য গাজ়ায় ঢুকে পড়ছে ইজরায়েলি সেনা। যার জেরে গৃহহীন গাজ়ার মানুষ এবার ছুটে পালাচ্ছেন শহর ছেড়ে। একদিন পর্যন্ত ভেঙে যাওয়া ঘর, বাড়ি আঁকড়ে যাঁরা ছিলেন, তাঁরা প্রাণ বাঁচানোর জন্য পালাতে শুরু করেছেন। কেউ পায়ে হেঁটে আবার কেউ গাড়ি নিয়ে গাজ়া শহর ছেড়ে চলে যেতে শুরু করেছেন।
রিপোর্টে প্রকাশ, বুধবরা যখন থেকে ইজরায়েলি ট্যাঙ্কার (Israeli Tank) গাজ়ায় ঢুকতে শুরু করে তখন থেকে এই পর্যন্ত ১ হাজার প্যালেস্তিনীয় এই ভূখণ্ড ছেড়েছেন।
প্রাণ হাতে নিয়ে গাজ়া ছাড়ছেন প্যালেস্তিনীয়রা....
Palestinians are fleeing Gaza City en masse after Israel ramped up its bombardment on the second day of its ground offensive.
Israel says it has opened a temporary new route for 48 hours for residents to escape south. pic.twitter.com/f1JqEzS6Wx
— Channel 4 News (@Channel4News) September 17, 2025
বুধবার থেকে গাজ়ায় যেভাবে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা, তার জেরে এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর মিলছে। সময় যত গড়াবে, এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।
গাজ়ায় প্রবেশ করে ১৫০টি জায়গা নিশানা করেছে ইজরায়েল। আর সেই ১৫০টি জায়গায় চালানো হয়েছে হামলা। গাজ়ার কোথায় হামাস জঙ্গিরা লুকিয়ে রয়েছে, তা খুঁজে বের করে হামলা চালানো হচ্ছে বলে জানানো হয় আইডিএফের তরফে।
জানা যাচ্ছে, গাজ়ার একটি জায়গায় এখনও পর্যন্ত ৩ হাজার হামাস (Hamas) জঙ্গি লুকিয়ে রয়েছে। ওই হামাস জঙ্গিদের খুঁজে বের করা হবে বলে স্পষ্ট জানানো হয় আইডিএফের তরফে।