Israeli Tank Attacks Gaza (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৭ সেপ্টেম্বর: গাজ়ার (Gaza) ভিতরে প্রবেশ করছে ইজরায়েল (Israel)। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইজরায়েলের অভিযান। বুধবারও ইজরায়েলের সেই অভিযান অব্যাহত। যেখানে ট্যাঙ্ক নিয়ে ইজরায়েলি সেনা ক্রমাগত গাজ়ার ভিতরে প্রবেশ করতে শুরু করেছে। এতদিন পর্যন্ত গাজ়ায় আকাশ পথে হামলা চালাত ইজরায়েল। এই প্রথম ইজরায়েলি সেনা ট্যাঙ্ক নিয়ে সরাসরি প্যালেস্তাইনের এই ভূখণ্ডে প্রবেশ শুরু করেছে। একের পর এক ইজরায়েলি ট্যাঙ্ক যখন গাজ়ায় প্রবেশ শুরু করে সেই সময় শয়ে শয়ে মানুষ পালাতে শুরু করেছেন।

আইডিএফের (IDF) হামলার জেরে যাঁরা পালানোর সুযোগ পাননি, তাঁরা ইজরায়েলের গোলার আঘাত নিহত হয়েছেন। গাজ়ায় যে হারে ইজরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করছে এবং হামলা চালাচ্ছে, তার জেরে ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে এখনও পর্যন্ত।

গাজ়ার ভিতরে প্রবেশ করেছে ইজরায়েলি ট্যাঙ্ক...

 

গাজ়ায় ইজরায়েলি ট্য়াঙ্ক প্রবেশ করতেই সেখান থেকে কেউ গাড়ি নিয়ে পালাচ্ছেন। আবার কাউকে পায়ে হেঁটে দৌঁড়ে পালাতে দেখা যাচ্ছে।

এদিকে দক্ষিণ গাজ়ায় একটি জায়গাকে ইজরায়েল নির্দিষ্ট করেছে। যে জায়গা দিয়ে গাজ়ার সাধারণ মানুষকে শহর ছাড়তে সাহায্য করা হবে। ইজরায়েলি সেনার তরফে এমন তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের খবর অনুযায়ী, মধ্য এবং পশ্চিম গাজ়ায় ইজরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করেছে। ফলে গাজ়ার ওই দুই এলাকায় ধ্বংস যজ্ঞ শুরু হয়েছে ইতিমধ্যেই।

গাজ়ায় ইজরায়েলি ট্যাঙ্কের হানাদারি 

গাজ়ায় ইজরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করেছে। বুধবার রাত থেকে ইজরায়েলি ট্যাঙ্কের হামলায় ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

হামাস (Hamas) চালিত গাজ়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, সেখানকার রানতিসি হাসপাতালে হামলা চালানো হয়েছে। শিশুদের জন্য তৈরি ওই হাসপাতালে একের পর এক হামলা ইজরায়েলের তরফে করা হচ্ছে বলে জানানো হয়।

গাজ়ার স্বাস্থ্য় মন্ত্রকের তরফে হামলার যে পোস্ট করা হয়, সেখানে দেখা যায়, হাসপাতালের ছাদ ভেঙে পড়ছে। দেওয়াল ভেঙে পড়ছে। ইজরায়েলি স্ট্রাইকের ভয়ে হাসপাতাল থেকে ৮০ জনকে সরানো হয়েছে। তবে ওই হাসপাতালে এখনও কতজন ঠিক রয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

গাজ়ার স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৬৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে কত মানুষ যে নিখোঁজ, তার কোনও স্পষ্ট পরিসংখ্যান মেলেনি।