গত ৭ অক্টোবর হামাস জঙ্গি গোষ্ঠীর (Hamas Attack)হাতে রক্তাক্ত হওয়ার পরই যুদ্ধ ঘোষণা করেছিল ইজরায়েল (ISRAEL)। গত কয়েক দিন ধরে গাজায় ক্রমাগত মিসাইল, রকেট হামলা করেছে ইজরায়েল। লেবানন, সিরিয়াতেও কখনও হামলা, কখনও পাল্টা হামলা করেছে বেঞ্জামিন নেতানিয়াহু-র দেশ। কিন্তু ইরান, লেবানন সহ আরব বিশ্বের দেশের প্যালেস্টাইন, হামাস, হেজবুলের পাশে দাঁড়ানোয় ইজরায়েলের কাজ কঠিন হচ্ছে।

নিজেদের ঘর গোছাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে জরুরী ভিত্তিতে ১০ বিলিয়ন ডলার সামরিক খাতে অর্থ সাহায্য চাইল ইজরায়েল। আগামিকাল, বুধবার ইজরায়েলে আসছেন জো বাইডেন। বাইডেনের কাছে মুখোমুখি সামরিক অর্থ সাহায্যের আবেদন জানাবেন নেতানিয়াহু।

মার্কিন অর্থ সাহায্য দিয়ে শত্রুপক্ষের দিক থেকে উড়ে আসা রকেট, মিসাইল রোখার অত্যাধুনিক ডোম মিসাইল সিস্টেম কিনবে ইজরায়েল। পাশাপাশি ১৫০ মিলিমিটার গোলাবারুদ সহ নানা সামরিক অস্ত্র কিনবে।

দেখুন এক্স

ইতিমধ্যেই আমেরিকা রেকর্ড অর্থ সাহায্য করছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়া ইউক্রেনকে। পাশাপাশি চিনের বিরুদ্ধে লড়া তাইওয়ানকেও অর্থ সাহায্য দিচ্ছে বাইডেন প্রশাসন। মার্কিনীদের করের টাকা এভাবে বিদেশের যুদ্ধে খরচ করায় বাইডেনকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এবার ইউক্রেন, তাইওয়েনের পর এবার ইজরায়েলকে মোটা অর্থ সাহায্য দিতে পারে আমেরিকা।