গতকাল, শুক্রবার থেকে বিরতির পর ইজরায়েল ও হামাসের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। উত্তর গাজায় ফের ইজরায়েল সেনার বোমারু বিমান ফের বোম ফেলে সব ধ্বংস করার কাজ শুরু করেছে। উত্তর গাজায় হামাসের ঘাঁটিকে পুরোপুরি শেষ করে দিতেই আকাশপথে হামলা করা হচ্ছে বলে জানিয়েছে ইজরায়েল। যুদ্ধবিরতির শেষে গত ১৬ ঘণ্টায় গাজায় হামাস জঙ্গিদের ৪০০টি টার্গেটে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল সেনা।
হামাসের দাবি, যুদ্ধবিরতির পর থেকে গাজায় অন্তত ২৫০ জন ইজরায়েল বোমারু বিমানের আক্রমণে প্রাণ হারিয়েছেন। ভিডিয়ো পোস্ট করে হামাস দেখিয়েছে, গাজার রাস্তায় ফের শিশু মৃত্যুর মিছিল। ইজরায়েলের দাবি, আন্তর্জাতিক মঞ্চে সহানুভূতি আদায় করতে শিশু, মহিলাদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বাঁচার চেষ্টা করছে হামাস।
দেখুন খবরটি
BREAKING: Israel army says more than 400 targets attacked in Gaza since truce end
READ: https://t.co/Xfbi0qnsZj pic.twitter.com/OOjoH6NMmc
— Insider Paper (@TheInsiderPaper) December 2, 2023
যুদ্ধবিরতি শেষ হওয়ার জন্য হামাসকে একযোগে দায়ি করেছে ইজরায়েল ও আমেরিকা। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা থেকে তেল আভিভকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হামাস।