গ্রেফতার হতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ পুলিশের তরফে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে জানা গেছে।একটি জনসভায় বিচারপতি এবং পুলিশের বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করার জেরে তাঁর বিরুদ্ধে জারি করা হয় জামিন অযোগ্য পরোয়ানা। বারবার সমন পাঠানো হলেও কোনটাতেই সেভাবে সহযোগীতা করেননি ইমরান খান। তবে শারিরীক ভাবে কোর্টে উপস্থিত না থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি।
পাকিস্তানের বিচারক জেবা চৌধুরীর বিরুদ্ধে বক্তব্য রাখার জেরে তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে কোর্ট। এর আগে রানা মুজাহিদ রহিম নামের এক বিচারক ৩ পাতার একটি রায় প্রকাশ করেছেন। যেখানে ইমরানের বারবার হাজিরা না দেওয়ার কারনে তার বিরুদ্ধে জারি করা হয়েছে জামিন অযোগ্য পরোয়ানা।
ইমরানের দলের অভিযোগ, শাসকপক্ষ ইমরানকে জেলের মধ্যে ঢোকাতে মরিয়া। ইতিমধ্যেই ইসলামাবাদ পুলিশের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে লাহোর পুলিশ।সেই মত ইমরান খানের মুখ্য নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগও করবে পুলিশ বলে জানা গেছে।
শুধু অপ্রীতিকর মন্তব্য নয়, তোষাখানার কেলেঙ্কারিতেও ইমরান খান হাজিরা না দেওয়ায় ৫ ই মার্চ লাহোরে তাঁর বাড়িতে যায় পুলিশ।তবে সেখানে ইমরান না থাকায় খালি হাতে ফিরতে হয় পুলিশকে।
যদিও একটি মামালায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা খারিজ করেছে ইসলামাবাদ হাইকোর্ট।
Islamabad police may arrest Imran Khan today
Read @ANI Story | https://t.co/5cLBkCTtaX
#ImranKhan #IslamabadPolice pic.twitter.com/p5GGL9uqUC
— ANI Digital (@ani_digital) March 14, 2023