ডাবলিন, ২০ অক্টোবর: করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হচ্ছে। এর জেরে ইউরোপের বিভিন্ন শহরে লকডাউন শুরু হয়ে গেল। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের রিপোর্ট বলছে, আয়ার্ল্যান্ডে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাদে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষের জন্য ৫ কিলোমিটার গন্তব্য বেঁধে দেওয়া হয়েছে। মানুষকে বাড়িতে থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। হু হু করে সংক্রমণ ছড়াতেই সোমবার সন্ধ্যা থেকে সমস্ত রকমের নিষেধাজ্ঞা বলবৎ করেছে (Ireland Re-enters Strict Lockdown) সরকার। ৬ সপ্তাহের জন্য় লকডাউনে চলে যাচ্ছে দেশ। কোনও বাড়িতে বেড়াতে য়াওয়া, পার্কে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কোথাও কোনও জমায়েত হবে না। বিয়েবাড়ি ও অন্ত্যেষ্টিতে ভিড় নিয়ন্ত্রণ করা হবে। আরও পড়ুন-Coronavirus Cases In India: জুলাইয়ের পর প্রথম কমল দৈনিক সংক্রমণ, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ছুঁই ছুঁই
২৫ শতাংশ যাত্রী নিয়ে রাস্তায় নামবে গণ পরিবহন। প্রয়োজনীয়তা ছাড়া বা কাজ ছাড়া যারা সরকারের বেঁধে দেওয়া ৫ কিলোমিটারের গন্তব্য পরিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা ধার্য হতে চলেছে। পার্লার, সেলুন, বিউটিশপ, প্রমোদমূলক দোকানপাট বন্ধ করা হয়েছে। রেস্তরাঁ, ক্যাফে ও পাবগুলি শুধু মাত্র খাবার সরবরাহের অনুমতি পাবে। এর জেরে দেশের অর্থনীতি বিরাট বড় ধাক্কার মুখে পড়তে চলেছে। যে ধাক্কা করোনাভাইরাসের প্রথম প্রকোপেই অনেকটা বিধ্বস্ত হয়েছে।