করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২০ অক্টোবর: সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৪৬ হাজার ৭৯০ জন। জুলাই মাসের পর এই প্রথম দেশে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচে এল। গতকাল সারাদিনে করোনার বলি ৫৮৭ জন। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৭৫ লাখ ৯৭ হাজার ৬৪-তে। দেশে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি ১ লাখ ১৫ হাজার ১৯৭। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৭ লাখ ৪ হাজার ৫৩৮। সোমবারের পর লক্ষ্যণীয়ভাবে ২৩ হাজার ৫১৭টি অ্যাক্টিভ কেস কমেছে। এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৭ লাখ ৩৩ হাজার ৩২৮ জন। এদের মধ্যে একজনকে আবার তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও পড়ুন-Coronavirus Cases In West Bengal: পুজোর মুখে রাজ্যে ১ দিনে সংক্রামিত প্রায় ৪ হাজার, আশঙ্কা জাগাচ্ছে উত্তর ২৪ পরগনা

ভারতে কোভিড-১৯ থেকে সুস্থার হার ৮৮. ২৬ শতাংশ। দেশে করোনায় মৃত্য়ুর হার ১.৫০ শতাংশ। এখনও পর্যন্ত আইসিএমআর ভারতে ৯.৫ কোটি নমুনার করোনা টেস্ট করিয়েছে। শুধুমাত্র গতকাল সোমবার ১০ লাখ ৩২ হাজার ৭৯৫টি নমুনার করোনা টেস্ট হয়েছে। বিশ্বে করোনা বিধ্বস্ত দেশগুলির শীর্ষে রয়েছে আমেরিকায় আর দ্বিতীয় স্থানে ভারত। দেশের করোনা ভয়বহতার এক নম্বর শিকার মহারাষ্ট্র। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লাখের গণ্ডী ছাড়িয়েছে। গতকাল সারাদিনে ১২৫ জন করোনার বলি। সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনার বলি ৪২ হাজার ২৪০। সোমবার সারাদিনে সেখানে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৯৮৪ জন। ওই রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৮৫.৮৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮৬.৪৮ শতাংশ। মৃত্যর হার অবস্থান করছে ২.৬৪ শতাংশে।