দিল্লি, ১৭ জুলাই: সিরিয়ায় (Syria) যখন ভয়াবহ হামলা শুরু করেছে ইজরায়েল (Israel), সেই সময় ইরাক (Iraq) থেকেও ভয়ঙ্কর ছবি সামনে আসছে। রিপোর্টে প্রকাশ, ইরাকের একটি বিশালাকার শপিংমলে (Shopping Mall) হঠাৎ করে আগুন (Iraq Fire) ধরে যায়। যার জেরে পরপর ৫০ জনের মৃত্য়ুর খবর মিলছে। ইরাকের আল-কুট শহরে থাকা একটি বিশালাকার হাইপারমার্কেটে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন লাগতেই তার লেলিহান শিখা প্রায় গোটা শপিং মল গ্রাস করে নেয়। তার জেরেই পরপর ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
ইরাকের বিশালাকার শপিং মলে যখন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে, বিভিন্ন সূত্র থেকে সেই ছবি সামনে আসে। যা দেখে চমকে উঠতে শুরু করেন বহু মানুষ। শপিং মল থেকে বেরোতে না পেরে কার্যত ঝলসে, পুড়ে মৃত্যু হয় ৫০ জনের। প্রাথমিকভাবে ৫০ জনের মৃত্যুর খবর মিললেও, সময় যত গড়াবে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে ইরাক প্রশাসন।
দেখুন কীভাবে জ্বলছে ইরাকের শপিং মল...
بالفيديو | واسط : هذا ما تبقى من "هايبر ماركت الكوت" الذي أتت عليه النيران بالكامل ، بعد أيام قليلة من افتتاحه#قناة_الغدير_الخبر_في_لحظات pic.twitter.com/QqOQ1OVCSY
— قناة الغدير (@alghadeer_tv) July 16, 2025
শপিং মরেলর মধ্যেই ঝলসে মৃত্যু হয় ৫০ জনের...
"50 کەس تێیدا گیانیان لەدەستدا"
دیمەنی ئەو ئاگرەی بەیانی ئەمڕۆ لە مۆڵێکی بازرگانی لە پارێزگای واست کەوتەوە؛ بەپێی ئامارە سەرەتاییەکان 50 کەس گیانیان لەدەستداوە کە ژن و منداڵیشی تێدایە. pic.twitter.com/BN6nfGQC5P
— Kurdsat News (@KurdsatNews) July 17, 2025
কী কারণে হঠাৎ করে ইরাকের ওই শপিং মলে আগুন ধরে যায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আগুন লাগার সম্ভাব্য কারণ নিয়ে খোঁজ চলছে। আগুন লাগার কারণ যা-ই হোক না কেন, সংশ্লিষ্ট বহুতলের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত কিছুদিন আগেই ইরাকের এই হাইপারমার্কেটটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের কয়েকদিনের মধ্যে এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে।