প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) মৃত্যুর খবর সরকারিভাবে ঘোষণা করল ইরান (Iran)। হেলিকপ্টার ভেঙে পড়ায় ৬৩ বছর বয়সে মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্টের। সোমবার সকাল গড়িয়ে বেলা বাড়তেই প্রেসিডেন্টের মৃত্যুর খবর সরকারিভাবে ঘোষণা করে তেহরান। ইরানের প্রধান বিচারপতি হিসেবে কর্মরত ইব্রাহিম রাইসিকে প্রেসিডেন্ট পদে বসান সে দেশের প্রধান ধর্মগুরু আয়তুল্লা আল খোমেইনি। উত্তরপূর্ব ইরানে এক শিয়া মুসলিম পরিবারে জন্ম হয় ইব্রাহিম রাইসির। শিয়া পরিবারে জন্মের পর পড়াশোনা করে, ইরানের প্রধান বিচারপতির পদে বসেন রাইসি। এরপর সেখান থেকেই ধর্মগুরু আয়তুল্লা আল খোমেইনির চোখে পড়ায়, রাইসিকে প্রেসিডেন্ট পদে বসান তিনি। এভাবেই এগোতে শুরু করে ইব্রাহিম রাইসির রাজনৈতিক জীবন।
রবিবার ইরান, আজারবাইজান সীমান্তে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ে পড়ে। প্রচণ্ড কুয়াশায় দিকভ্রষ্ট হয়েই কপ্টার ভেঙে পড়ে বলে েপ্রাথমিকভাবে মনে করছে ইরান। ড্রোন ফুটেজে হেলিকপ্টারের ছবি মিললেও, ঘন কুয়াশা এবং প্রচণ্ড ঠাণ্ডায় উদ্ধার কাজ করতে পারছে না ইরান। ফলে কুয়াশা কমে ঠাণ্ডা কিছুটা স্তিমীত হতে, ওই এলাকায় উদ্ধার কাজ সম্ভব বলে মনে করছে তেহরান।