
নয়াদিল্লি: ভোররাতে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহেরান (Teheran)। শুক্রবার ভোরে ইরানের (Iran) রাজধানী তেহরানের উত্তর-পূর্বে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির পরমাণু কেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল (Israel)। ইরানের টেলিভিশন জানিয়েছে যে ইজরায়েলি হামলায় ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি (Chief Guard Hossein Salami) নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, আরেকজন শীর্ষ গার্ড কর্মকর্তা এবং দুইজন পারমাণবিক বিজ্ঞানীরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ১৯৮০ সালে ইরাকের সাথে যুদ্ধের পর থেকে এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণ বলে মনে করা হচ্ছে।
তেহরানে ইরানের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে, যা তেহরান রিসার্চ রিঅ্যাক্টর (TRR) নামে পরিচিত। এটি ১৯৬৭ সালে চালু হয় এবং মূলত গবেষণা ও চিকিৎসা উদ্দেশ্যে (যেমন, রেডিওআইসোটোপ উৎপাদন) ব্যবহৃত হয়। ইরানের পারমাণবিক বোমা তৈরির আসন্ন হুমকি ঠেকাতেই এই হামলা জরুরি বলে মন্তব্য করেছেন ইজরায়েলের নেতারা।