গুজরাটের আহমেদাবাদে মর্মান্তিক বিমান (Air India AI171) দুর্ঘটনায় এখনও উদ্ধারকাজ অব্যাহত। একাধিক দ্বগ্ধ দেহ উদ্ধার করছে উদ্ধারকারী দল। এদের মধ্যে কে মৃত বা কে জীবিত, এবং কাউকে শনাক্ত করাও মুশকিল। কারণ বেশিরভাগ দেহই সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। তাঁদের শরীর থেকে জামাকাপড় পর্যন্ত আলাদা করা যাচ্ছে না। লন্ডনগামী এই বিমানে ১৬৯ জন ভারতীয় ছাড়াও ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন। ফলে এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Keir Starmer)।

প্রতিক্রিয়া দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার

তিনি এদিন এক্স হ্যাণ্ডেলে এই সংক্রান্ত টুইটে লিখেছেন, ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনার যে দৃশ্যগুলি দেখছি তা অত্যন্ত ভয়াবহ ও হৃদয়বিদারক। এই ঘটনা সংক্রান্ত সমস্ত খোঁজখবর আমি প্রতিনিয়ত রাখছি। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত যাত্রী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।

দেখুন কিয়ের স্টার্মারের পোস্ট

ছিলেন অনান্য দেশের নাগরিকও

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় ভারত, ব্রিটেনের নাগরিক ছাড়াও একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেই যাত্রী তালিকা প্রকাশ করেছে। দুর্ঘটনার সময় বিমানে ১০ জন ক্রু মেম্বার সহ মোট ২৪২ জন যা্ত্রী ছিলেন।