Israel-Iran War (Photo Credits: X)

নয়াদিল্লি: সোমবার কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে সীমিত আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল (Israel) ও ইরানের (Iran) মধ্যে পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা করেন। তবে মঙ্গলবারও হামলা অব্যাহত থাকায় সম্ভাব্য যুদ্ধবিরতির অবস্থা অস্পষ্ট রয়ে গেছে।

মঙ্গলবার ইরান ইজরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, ইজরায়েল যতক্ষণ পর্যন্ত তাদের আক্রমণ বন্ধ করে না দেয়, ততক্ষণ পর্যন্ত ইরানও বন্ধ করবে না। আরও পড়ুন: Donald Trump On Iran-Israel Conflict: ১২ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ, মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তি দাবি ডোনাল্ড ট্রাম্পের

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলি ব্যক্তি কান্নায় ভেঙে পড়লেন

গত ১৩ জুন ইজরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করে (কোডনাম: অপারেশন রাইজিং লায়ন)। এতে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। ইরান এই হামলার প্রতিক্রিয়ায় ইজরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।