নয়াদিল্লিঃ ইরান ও ইজরায়েলের (Iran-Israel Conflict)মধ্যে যুদ্ধবিরতি (Ceasefire) ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। জানালেন, সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে দুই দেশ।। মার্কিন প্রেসিডেন্টের দাবি, আগামী ৬ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। ১২ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ হবে বলে নিশ্চিত করেন তিনি। সোমবার ভারতীয় সময় রাত ৩টে ৪০ মিনিট নাগাদ, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটাই দাবি করেন ট্রাম্প।
ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এদিন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, "যুদ্ধবিরতির সময় দুই দেশকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এবং অবশ্যই শান্তিপূর্ণ আচরণ করতে হবে। আমি ইরান এবং ইজরায়েল দুই দেশকেই অভিনন্দন জনাতে চাই। কারণ ১২ দিনব্যাপী যুদ্ধ এবার শেষের পথে। এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত যা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু তা হয়নি। দুই দেশই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। ১২ দিনের যুদ্ধ শেষ হলে গোটা বিশ্ব দুই দেশকে 'স্যালুট' জানাবে।" যদিও ইরানের তরফে দাবি করা হয়, কোনও যুদ্ধবিরতি হয়নি দুই দেশের মধ্যে। ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ইরানের তরফে জানানো হয়, যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও সমঝোতা হয়নি। তবে ইজরায়েল নতুন করে হামলা না চালালে আর কোনও সংঘাতে জড়াবে না ইরান।
উল্লেখ্য, রবিবার ইরানে তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। পাল্টা ইরাকের মার্কিন ঘাঁটির পাশাপাশি কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে আক্রমণ চালায় ইরান। এই হামলার কথা স্বীকার করে আমেরিকা। এরপর আমেরিকাকে ফের হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এরপরই কূটনৈতিক সমাধানের পথে হাঁটেন মার্কিন প্রেসিডেন্ট।
১২ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ, মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তি দাবি ডোনাল্ড ট্রাম্পের
US President Donald Trump posts, "CONGRATULATIONS TO EVERYONE! It has been fully agreed by and between Israel and Iran that there will be a Complete and Total CEASEFIRE (in approximately 6 hours from now, when Israel and Iran have wound down and completed their in progress, final… pic.twitter.com/a6mSgitrzn
— ANI (@ANI) June 23, 2025