ফেরি পাই আক্রান্ত হন কোভিডে , ছবি ট্যুইটার

জাকার্তা, ২৬ মে: কোভিডে (COVID 19) আক্রান্ত হয়ে মৃত্যু হল ইন্দোনেশিয়ান কূটনীতিক ফেরি পাইয়ের। দিল্লিতে (Delhi) থাকাকালীন করোনায় আক্রান্ত হন পাই। এরপর দিল্লি থেকে  জাকার্তায় ফিরে যান তিনি। জাকার্তায় ফিরে গিয়ে সেখানকার  একটি হাসপাতালে (Hospital) ভর্তি হন ফেরি পাই। জাকার্তার ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসার মাঝেই মৃত্যু হয় ইন্দোনেশিয়ার ওই পদস্থ আধিকারিকের।

দিল্লিতে ইন্দোনেশিয়ার (Indonesia) দূতাবাসের পদস্থ আধিকারিক ছিলেন ফেরি পাই। করোনা আক্রান্ত হওয়ার পর জাকার্তায় ফিরে যান তিনি। গত ২৭ এপ্রিল থেকে ফেরি পাইয়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে জাকার্তার ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন:  Suhana Khan: জন্মদিনে সুহানার পুল পার্টি, ভাইরাল শাহরুখ-কন্যার ছবি

গোটা ভারত জুড়ে করোনা থাবা বসানোর পর এই প্রথম বিদেশি কোনও দূতাবাসের কোনও কর্মীর মৃত্যু হল করোনায় আক্রান্ত হয়ে। প্রসঙ্গত, গত বছর হায়দরাবাদের ভারত বায়োটেকে বিদেশের যে পদস্থ আধিকারিকরা যান, তাঁদের মধ্যে ছিলেন ফেরি পাই। হায়দরাবাদের ভারত বায়োটেক থেকেই করোনায় আক্রান্ত হন তিনি।