Suhana Khan: জন্মদিনে সুহানার পুল পার্টি, ভাইরাল শাহরুখ-কন্যার ছবি
সুহানার পুল পার্টি

মুম্বই, ২৬ মে:  একুশে পড়লেন সুহানা খান (Suhana Khan)। নিজের গার্লস গ্যাঙের সঙ্গে ২১-এর জন্মদিন মার্কিন মুলুকেই কাটালেন সুহানা। মার্কিন মুলুকে নিজের জন্মদিনের পুল পার্টিতে সুইমস্য়ুটে সামনে আসেন শাহরুখ-কন্যা। যা নিয়ে কার্যত তোলপাড় হয়ে যায় অন্তর্জাল।

দেখুন...

 

View this post on Instagram

 

করোনার (Corona) বাড়বাড়ন্তের জেরে সম্প্রতি গৌরী খান (Gauri Khan) এবং আরিয়ান খানকে নিউ ইয়র্কে (New York) পাড়ি দিতে দেখা যায়। যা নিয়ে বিস্তর বিতর্কের মুখে পড়তে হয় তাঁদের। মহামারীর জেরে মানুষ যখন ঘরবন্দি, সেই সময় গৌরী খানরা কীভাবে মার্কিন মুলুকে পাড়ি দিলেন, তা নিয়ে ওঠে প্রশ্ন। যে বিষয়ে কোনও মন্তব্য করেনি খান পরিবার।

আরও পড়ুন:  Yuvika Chaudhary: 'অপমান করেছেন' নির্দিষ্ট সম্প্রদায়কে, যুবিকার গ্রেফতারির দাবিতে উত্তাল অন্তর্জাল

এদিকে সুহানা খানের জন্মদিনের পার্টির ছবি উঠে আসতেই ফের পুরনো বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। দাদা এবং মায়ের হাজিরাতেই কি মার্কিন মুলুকে জন্মদিনের পার্টি সেলিব্রেট করলেন শাহরুখ-কন্যা! যদিও মুখে কুলুপ এঁটেই রয়েছেন সুহানা।