দিল্লি, ৬ ডিসেম্বর: পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) প্রকাশ্যে হত্যা করা হল উধমপুর হামলার মাস্টারমাইন্ড হানজালা আদনানকে। করাচিতে ২ অথবা ৩ ডিসেম্বর হানজালা আদনানের উপর হামলা চালায় বন্দুকবাজরা। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় উধমপুর হামলার মূল মাথা। লস্কর-ই-তইবা জঙ্গি হানজালা আদনান সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সইদের ঘনিষ্ঠ ছিল। এবার সেই হানজালা আদনানকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। প্রসঙ্গত ২০১৫ সালে জম্মু কাশ্মীরের উধমপুরে বিএসএফের কনভয়ের উপর হামলা চালায় লস্কর-ই-তইবার (LET Terrorist) জঙ্গিরা। উধমপুর হামলায় ১৫ জন বিএসএফ জওয়ান আহত হন। ওই হামলার মূল মাথা হিসেবে চিহ্নিত করা হয় হানজালা আদনানকে। এবার করাচিতেই প্রকাশ্যে হত্যা করা হয় লস্করের এই জঙ্গিকে।
রিপোর্টে প্রকাশ, গুলি লাগার পর হানজালা আদনানকে অত্যন্ত গোপনে করাচির একটি হাসপাতালে নিয়ে য়ায় পাকিস্তানি সেনা। হাসপাতালে ভর্তির পর ৫ ডিসেম্বর উধমপুর হামলার মূল মাথার মৃত্যু হয়।
২০১৫ সালে উধমপুর হামলার পরের বছরই ফের পাম্পোরে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে হামলা চালায় লস্কর-ই-তইবা। যার জেরে পরপর ৮ জওয়ান শহিদ হন। পাম্পোর হামলারও মূল মাথা ছিল হানজাল। পুলওয়ামায় যে ভয়াবহ হামলা চলে, তারও অঙ্গ ছিল এই হানজালা আদনান।