ইজরায়েল-হামাস দ্বন্দ্বে গাজা সহ প্যালেস্টাইনের বিভিন্ন অংশে সাধারণ মানুষের মৃত্য়ুর ঘটনার নিন্দা প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানালেন, গাজায় সাধারণ মানুষ, শিশু-অসহায় মহিলাদের মৃত্যু নিন্দনীয় ঘটনা। যে কোনও মূল্যেই এটা রুখতে হবে। ইজরায়েলের পাশে বরাবর দাঁড়ানো মোদী এই প্রথম প্যালেস্টাইনের সাধারণ মানুষের হয়ে বক্তব্য রাখলেন। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে বারবার ইজরায়েলের হয়ে কথা বলেছেন মোদী। রাষ্ট্রসংঘে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে ভোদানে বিরত থেকে ইজরায়েলকে সুবিধাও করে দিয়েছিল ভারত। তবে গত ১০-১৫ দিনে পরিস্থিতি পাল্টেছে। ইজরায়েল সেনার আক্রমণে গাজার বিভিন্ন হাসপাতাল,রাস্তায় সাধারণ মানুষের হাহাকারের ছবি দেখে আঁতকে উঠেছে বিশ্ব। হামাসদের জব্দ করতে ইজরায়েল যে গাজার সাধারণ মানুষের ওপরে অত্যাচার করছে তা অনেকেই বলছেন। হামাসের দাবি, আকাশপথ ও স্থল অভিযানের মাধ্যমে ইজরায়েল সেনার হাতে গাজার সাড়ে ১১ হাজার মানুষ মারা গিয়েছে, যাদের মধ্যে ৪ হাজার শিশুও আছে।
এরপর ক দিন আগেই রাষ্ট্রসংঘে ওয়েস্ট ব্যাঙ্ক ইজরায়েলের দখলের বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত। ইজরায়েলি সেনার হামলায় গাজায় সাধারণ মানুষের মৃত্যু যত বাড়ছে, ততই আন্তর্জাতিক মহলের সমর্থন পাচ্ছে প্যালেস্টাইন। গাজার বিভিন্ন হাসপাতালে জ্বালানির অভাবে শিশু মৃত্যুর ঘটনাতেও ইজরায়েল বিরোধী ক্ষোভ বাড়ছে। তবে হামাস জঙ্গিদের নিয়ে বিশ্বের বেশীরভাগ দেশই একমত। হামাসকে নির্মুল করার প্রয়োজন আছে, কিন্তু কোনওমতই তা সাধারণ মানুষদের জীবনের বিনিময়ে নয়।
দেখুন এক্স
Indian Prime Minister #NarendraModi strongly condemns the death of civilians in the conflict between #Israel and #Hamas
While #Modi expresses support for Israel, his government maintains favorable position toward #Palestine#ابو_عبيدة #AlShifaHospital #Gaza #IsraelIsATerrorist pic.twitter.com/6ZHJFTQDsa
— know the Unknown (@imurpartha) November 17, 2023
তবে গাজায় শিশু, মহিলাদের মানবঢাল হিসেবে ব্যবহার করে হামাস জঙ্গিরা বাঁচার চেষ্টা করেছে এমন অভিযোগ ইজরায়েল বারবার করছে। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টও এই বিষয়টি নিশ্চিত করেছে। গাজার বিভিন্ন হাসপাতাল, সাধারণ মানুষের বেডরুমের তলা থেকে হামাসদের টানেল বের হচ্ছে। উদ্ধার হচ্ছে হামাস জঙ্গিদের অস্ত্রের বড় কারখানাও। ইজরায়েলের দাবি, গাজা-ওয়েস্ট ব্যাঙ্কের সাধারণ মানুষদের বাঁচানোর যাবতীয় চেষ্টা তারা করছেন। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই সেখানকার স্থানীয় মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস।