ছবি ট্যুইটার

দিল্লি, ১৬ জুলাই: পুলিৎজার জয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির (Danish Siddiqui) মৃত্যুতে শোক প্রকাশ করলেন তসলিমা নাসরিন। তিনি বলেন, আফগান সেনা এবং তালিবানের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে নিহত দানিশ। রয়টার্সের এই সাংবাদিকের মৃত্যু অনেক বড় ক্ষতি। সংঘর্ষপ্রবণ এলাকায় যেতে হলে সাংবাদিকদেরও বুলেফপ্রুফ জ্যাকেট এবং বুলেটপ্রুফ হেলমেট পরা উচিত বলে মন্তব্য করেন তসলিমা (Taslima Nasreen)।

 

ফের খারাপ হতে শুরু করেছে আফগানিস্তানের পরিস্থিতি। মার্কিন সেনা এবং ন্যাটো বাহিনী আফগানিস্থান ছাড়ার পর থেকেই তালিবানদের আধিপত্য ফের বাড়তে শুরু করেছে সেখানে। কন্দহার, জালালাবদ সহ একাধিক এলাকায় বাড়ছে তালিবান আধিপত্য। অশান্ত আফগানিস্তানের (Afganistan)  পরিস্থিতি তুলে ধরতে সম্প্রতি দিল্লি ছাড়েন দানিশ। সংবাদসংস্থা রয়টার্সের হয়ে সেখানে যান তিনি।

আরও পড়ুন: Afghanistan: বাড়ছে তালিবানের দাপট, আলোচনা ফলপ্রসূ না হলে ভারতের 'সামরিক সাহায্য' চায় আফগানিস্তান

আফগান সেনা এবং তালিবানদের (Taliban) মধ্যে সংঘর্ষ শুরু হলে সেখানে ছবি তুলতে গিয়ে আহত হন দানিশ। আফগান সেনা ছাউনিতেই চলছিল তাঁর চিকিৎসা। শুক্রবার সকালে ফের তালিবানের সঙ্গে আফগান সেনাদের সংঘর্ষ শুরু হলে, মৃত্যু হয় দানিশ সিদ্দিকির।