সিডনি: পাঁচজন কোরিয়ান মহিলাকে (Korean women) চাকরির টোপ (fake job) দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করার (rape) পাশাপাশি অভিযোগ উঠল অস্ট্রেলিয়ার নাগরিক এক ভারতীয় বংশোদ্ভূতের (Indian-origin) বিরুদ্ধে। বালেশ ধনকড় (Balesh Dhankhar) নামে ওই ব্যক্তি ডাটা ভিশুয়ালাইজেসন কনসালটেন্ট হিসেবে কাজ করে ও সিডনিতে (Sydney) বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের (Indian community) একজন গুরুত্বপূর্ণ সদস্য (prominent member) বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে খবর, কোরিয়ান মহিলাদের উপর আগাগোড়াই উৎসাহ ছিল বালেশ ধনকড়ের। আর তাই কোরিয়ান (Korean) ভাষা থেকে ইংরাজিতে (English) অনুবাদ করার (translation work) ভুয়ো চাকরির টোপ দিয়ে কোরিয়ান মহিলাদের প্রলোভন দেখাত। তারপর তার বাড়ির থেকে কিছুটা দূরে অবস্থিত সিডনির হিলটন হোটেল বারে (Sydney’s Hilton Hotel bar) চাকরির ইন্টারভিউ দিতে ডাকত। আর তার টোপে প্রলোভিত হয়ে মহিলারা ওই হোটেলে এলে সেখানে তাঁদের পানীয়তে ঘুমের ওষুধ (sleep medication) মিশিয়ে দিত। সেখান থেকে ওই মহিলাদের নিজের আবাসনে নিয়ে এসে ধর্ষণ করত। শুধু তাই নয়, ধর্ষণ করার সময় নিজের মোবাইল ফোন বা eBay থেকে কেনা গোপন ক্যামেরার মাধ্যমে সেই ভিডিয়ো (Video) তুলে রাখত।
পুলিশ অভিযুক্তের ল্যাপটপ (laptop) থেকে ৪৭টি ভিডিয়ো উদ্ধার করেছে। যার মধ্যে ধনকড়কে কোরিয়ান মহিলাদের সঙ্গে যৌন সঙ্গম (sex) করতে দেখা যাচ্ছে। এগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে, বেশিরভাগ ঘটনাতেই মহিলাদের অচৈতন্য (unconscious) ও যৌন সঙ্গমে (unresponsive) কোনও ভূমিকা না নিতে দেখা গেছে। আর অন্য ঘটনাগুলিতে মহিলাদের যৌন সঙ্গমে অংশ নিতে দেখা গেলেও ভিডিয়োগুলি অনুমতি ছাড়াই তোলা হয়েছে তা পরিষ্কার বোঝা গেছে। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ২০১৮ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ১৩টি ধর্ষণের মামলা শুনানি চলছে। এর মধ্যে ১৭টি অনুমতি ছাড়া ভিডিয়ো তোলার ঘটনা রয়েছে। তবে এই ধর্ষণের মামলাগুলিতে নিজের নাম চাপা দেওয়ার বহু চেষ্টা গত চার বছর ধরে করেছে অভিযুক্ত ওই ভারতীয় বংশোদ্ভূত। আরও পড়ুন: Ram Sahaya Prasad Yadav: নেপালের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত রাম সহায় প্রসাদ যাদব