In Prison (Representative Image) (Photo Credit: IANS/ Twitter)

গুপ্তচরবৃত্তির অভিযোগে গত আট মাস ধরে কাতারে বন্দি ভারতীয় নৌ-বাহিনীর আট অফিসারের মৃত্যুদণ্ড হতে পারে বলে জানা গিয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। অভিযুক্তরা ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে কাজ করত বলে জানা গিয়েছে। খবরে আরও বলা হয়, কাতারে গুপ্তচরবৃত্তির কাজে তাদের আটক করা হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, আটক কর্মকর্তারা ইতালি থেকে উন্নত সাবমেরিন কেনার জন্য কাতারের গোপন কর্মসূচির বিস্তারিত তথ্য ইজরায়েলকে সরবরাহ করেছে বলে জানা গেছে। একটি বেসরকারি প্রতিরক্ষা সংস্থার সিইও এবং কাতারের আন্তর্জাতিক সামরিক অভিযানের প্রধানকেও একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। Pakistan Military Financing: মার্কিন যুক্তরাষ্ট্রকে ফের সামরিক বাহিনীর জন্য অর্থ দেওয়ার অনুরোধ পাকিস্তানের

ভারতীয় নৌবাহিনীর আটজন কর্মকর্তাও একই কোম্পানিতে নিযুক্ত ছিলেন বলে সেই প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদপত্রটি আরও দাবি করেছে যে অভিযুক্তরা আগামী ৩ মে তাদের আসন্ন আদালতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা সহ গুরুতর অভিযোগের মুখোমুখি হতে চলেছে। আরও যোগ করে বলা হয়েছে, কাতারি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে অভিযোগের সমর্থনে প্রযুক্তিগত প্রমাণ রয়েছে।