
পার্থ থেকে চাঙ্গি বিমানবন্দরে যাওয়ার পথে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (Singapore airlines) বিমানে এক বিমানকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে এক ভারতীয় যুবককে তিন সপ্তাহের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ।গত ২৮শে ফেব্রুয়ারি সকাল ১১.২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঘটনাটি ঘটে। চাঙ্গি বিমানবন্দরে পৌঁছনোর পরে গ্রেফতার করা হয় ওই ভারতীয় যুবককে।
জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টা ২০ মিনিট নাগাদ এক মহিলা যাত্রীকে শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন ওই বিমানকর্মী (Singapore airlines)। ওই মহিলা শৌচালয় থেকে বার হওয়ার পরে মেঝেতে টিস্যু কাগজের টুকরো পড়ে থাকতে দেখেন বিমানকর্মী। তিনি নিচু হয়ে সেটি তুলতে গেলে তাঁকে পিছন থেকে ঠেলে শৌচালয়ে ঢুকিয়ে দেন ওই ভারতীয় যুবক। তারপরে নিজেও সেখানে প্রবেশ করে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। সে সময় ওই মহিলা যাত্রী বিমানের বাকি কর্মীদের খবর দেন। শৌচালয়ের ভিতর থেকে বিমানকর্মীকে টেনে বার করেন। এরপরে ওই বিমানকর্মী বিষয়টি সুপারভাইজারকে জানান। বিমান চাঙ্গি বিমানবন্দরে নামতেই যুবককে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত ভারতীয় যুবকের নাম রজত। তিনি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। গত ১৪ মে আদালত ওই ভারতীয় যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। ওই বিমানকর্মী আদালতে জানিয়েছেন, ওই ঘটনায় তিনি মানসিক ভাবে বিপর্যস্ত ও অপমানিত হয়েছেন। পাশাপাশি ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজিন লাউ বলেন, ‘বিমানে ভ্রমণ হল অত্যন্ত চাপের পরিবেশ। যেখানে ঘনিষ্ঠ শারীরিক সান্নিধ্য জড়িত এবং অবাঞ্ছিত শারীরিক সংস্পর্শ সনাক্ত করা কঠিন। এছাড়াও, ভুক্তভোগীর জন্য পালানোর কোনও উপায় থাকে না। বিমানের মাঝখানে আইন প্রয়োগকারী সংস্থা পাওয়ার কোনও উপায় নেই।’অভিযুক্ত ভারতীয় যুবকের আইনজীবী রঞ্জিত সিং বলেন, তার মক্কেলের এর আগে কোনও অপরাধের রেকর্ড নেই। তাই এই মামলায় তাঁকে নূন্যতম সাজা এবং জরিমানা দেওয়া উচিত। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত ওই ভারতীয়কে তিন সপ্তাহের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।