ব্যাঙ্কক: ভারত-মায়ানমার-থাইল্যান্ড ত্রিদেশীয় হাইওয়ে (India-Myanmar-Thailand Trilateral Highway) নির্মাণের কাজে গতি আনতে রবিবার ব্যাঙ্ককে (Bangkok) মায়ানমারের বিদেশমন্ত্রী থান সুই (Myanmar External Affairs Minister Than Swe)-এর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Indian External Affairs Minister S Jaishankar)। পাশাপাশি দুই দেশের সীমান্ত এলাকায় শান্তি (peace) ও স্থিতিবস্থা (stability) বজায় রাখার বিষয়েও কথা হয় তাঁদের মধ্যে।
শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে মেকং গঙ্গা কর্পোরেশন মেকানিজম (Mekong Ganga Cooperation Mechanism) বৈঠকে যোগ দিতে সেখানে গেছেন এস জয়শঙ্কর। এই বৈঠকের অবসরে রবিবার মায়ানমারের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে ত্রিদেশীয় হাইওয়ে নিয়ে কথা বলেন তিনি। বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী মানব ও মাদক পাচার সংক্রান্ত বিষয়ও উত্থাপন করেন বলে জানা গেছে।
নিজের টুইটার অ্যাকাউন্টে এই বৈঠকের কথা উল্লেখ করে জয়শঙ্কর লিখেছেন, আজকে ব্যাঙ্ককে মেকং গঙ্গা কর্পোরেশন বৈঠকের ফাঁকে মাননীয় ইউ থান সুই-এর সঙ্গে দেখা করেছি। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে যার আঞ্চলিক খুব বড় একটা গুরুত্ব রয়েছে।
গত জুন মাসে কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধি সম্মেলনে এসে তাইল্যান্ড-মায়ানমার-ভারত ত্রিদেশীয় সড়কের কাজ বছর চারেকের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছিলেন থাইল্যান্ডের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিজাভত ইসারাভকতি। প্রায় ২৮০০ কিলোমিটার দৈঘ্যের এই হাইওয়েটি তৈরি হলে তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের সঙ্গে সড়কপথে যুক্ত হবে কলকাতা। ফলে পণ্য পরিবহনের নতুন এক দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আরও পড়ুন: Alaska Earthquake: আলাস্কায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
Jaishankar meets Myanmarese counterpart, discusses India-Myanmar-Thailand trilateral highway
Read @ANI Story | https://t.co/rigiWJrurw
#SJaishankar #TrilateralHighway #Thailand pic.twitter.com/31SErMl70O
— ANI Digital (@ani_digital) July 16, 2023