Pak Asim Munir (Photo Credit: ANI/X)

দিল্লি, ১১ অগাস্ট: ফের সমালোচনার মুখে অসীম মুনির (Asim Munir)। ফ্লোরিডার এক অনুষ্ঠানে হাজির হয়ে অসীম মুনির বলেন, ভারত এবং পাকিস্তানের তুলনা বর্তমানে এমন জায়গায় এসে পৌঁছেছে, যেখানে ভারতকে (India) মার্সিডিজ়ের সঙ্গে তুলনা চলে। অন্যদিকে পাকিস্তানকে (Pakistan) নোংরা ফেলার ট্রাকের সঙ্গে তুলনা করেন অনেকে। কিন্তু রাস্তা দিয়ে চলার সময় ঝাঁ চকচকে মার্সিডিজ়কে যদি গার্বেজ ট্রাককে ধাক্কা দেয়, তাহলে কার কী পরিণতি হবে, তা বোঝাই যায় বলে মন্তব্য করেন পাকিস্তানি সেনা প্রধান তথা ফিল্ড এযার মার্শাল। ভারতকে নিয়ে অসীম মুনিরের ওই বক্তব্য নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।

অসীম মুনিরের ওই বক্তব্যের পর তাঁকে নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়। নেটিজেনদের তরফে একের পর এক সমালোচনার মুখে পড়তে হয় পাক ফিল্ড এয়ার মার্শালকে। পাকিস্তান যে অসীম মুনিরের মত সেনা প্রধানকেই নিজেদের প্রতিনিধি হিসেবে সফল নির্বাচন করেছে, তা একদম সঠিক। এমন মন্তব্য করেন কেউ কেউ। আবার অনেকে অসীম মুনিরকে বোকা বলে কটাক্ষ করেন। সবকিছু মিলিয়ে ভারত,পাকিস্তান নিয়ে অসীম মুনির যে মন্তব্য করেন, তা নিয়ে বিশ্বজুড়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়।

আরও পড়ুন: Asim Munir's US Visit: 'আমেরিকার ডার্লিং হলেন অসীম মুনির', পাক সেনা প্রধানের দ্বিতীয় মার্কিন সফর নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ কংগ্রেসের

দেখুন অসীম মুনিরের বিরুদ্ধে কীভাবে সমালোচনা শুরু হয়...

 

অপারেশন সিদূঁরের পর অসীম মুনিরকে পাক সেনা প্রধান থেকে ফিল্ড এয়ার মার্শাল পদে উন্নীত করে শেহবাজ় শরিফ সরকার। তবে কী কারণে অসীম মুনিরের প্রমোশন করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও তার কোনও সদুত্তর দিতে পারেনি শেহবাজ় সরকার। তবে পাকিস্তানের যে অবস্থাই হোক না কেন, অসীম মুনির কার্যত নিজের গুনকীর্তন করেই দিন যাপন শুরু করেছেন। আর এবার বিদেশে গিয়ে মুখ পোড়ালেন পাকিস্তানি সেনা প্রধান। যা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায় বিশ্ব জুড়ে।