Asim Munir, Donald Trump (Photo Credit: X)

দিল্লি, ৮ অগাস্ট: ফের আমেরিকায় যাচ্ছেন অসীম মুনির (Asim Munir)। আমেরিকার (USA) সঙ্গে পাকিস্তানের (Pakistan) বিশেষ সম্পর্ক রয়েছে। তাইতো জুনের পর ফের অগাস্টে মার্কিন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন পাকিস্তানি সেনা প্রধান। পাক সেনা প্রধানের মার্কিন সফরের কথা টেনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) জোরদার কটাক্ষ করা হয় কংগ্রেসের (Congress) তরফে।

এক্স হ্যান্ডেলে কংগ্রেসের জয়রাম রমেশ পাক সেনা প্রধানের মার্কিন সফরের প্রসঙ্গ তোলেন। সেখানে তিনি বলেন, অসীম মুনির হলেন আমেরিকার খাস লোক অর্থাৎ তাঁকে আমেরিকার 'ডার্লিং'। তাইতো গত জুন মাসে আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সারার পর ফের মুনির মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে মন্তব্য করেন জয়রাম রমেশ।

বর্তমানে পাক সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত অসীম মুনির। অপারেশন সিঁদূরের পর অসীম মুনিরের প্রমোশন হয়। তাঁকে পাক সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় শেহবাজ় শরিফ সরকারের তরফে। যা নিয়ে একের পর এক কটাক্ষের মুখেও পড়তে হয় মুনিরকে। আর এবার সেই পাক ফিল্ড মার্শাল মার্কিন সফরের পর এক মাস কাটিয়ে উঠতে না উঠতেই ফের আমেরিকায় পাড়ি দিচ্ছেন।

পহেলগাম হামলার আগে অসীম মুনিরের ঘৃণার ভাষণ 

পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার আগে প্রবাসী পাকিস্তানিদের একটি অনুষ্ঠানে হাজির হন অসীম মুনির। সেখানে তিনি বলেন, ভারত, পাকিস্তান দুটি পৃথক রাজ্য। ভারত থেকে পাকিস্তানের জন্ম হয়নি বলে দাবি করেন মুনির। পাশাপাশি তিনি আরও বলেন, হিন্দু আর মুসলিম সংস্কৃতি দুটি ভিন্ন। তাই একটিকে অপরটির সঙ্গে মিলিয়ে দিলে চলবে না বলেও ভারতীয়দের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেন পাক সেনা প্রধান। মুনিরের ওই ঘৃণার ভাষণের পরপরই ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ হামলা চালায় পাক মদতপুষ্ট লস্কর জঙ্গিরা। যার জেরে পরপর ২৬ জন নীরিহ পর্যটকের প্রাণ চলে যায়।