দিল্লি, ১৯ অগাস্ট: ফের মিথ্যে কথা বললেন অসীম মুনির (Asim Munir)। পাক সেনা (Pakistani Army) প্রধান বলেন, 'অপারেশন সিঁদূরের (Operation Sindoor) সময় সংঘর্ষ বিরতির জন্য জোরদার দাবি করতে থাকে ভারত (India)। তারপরই ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মধ্যস্থতা করতে মাঠে নামেন।' ফের এমনই মিথ্যের ঝুড়ি খুলে নিয়ে বসলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল। গোটা বিশ্বের সামনে নিজেদের অসততা ঢাকতে নতুন নতুন মিথ্যের আশ্রয় নিতে শুরু করেছেন মুনির।
অপারেশন সিঁদূরের সময় ভারত (India) এবং পাকিস্তানের ডিজিএমও-দের বৈঠক হয়। বার বার টেলিফোনে কথা হয় তাঁদরে। তারপরই দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার কোনও ব্যাপার নেই বলে স্পষ্ট জানা যায়। দুই দেশের ডিজিএমওদের বৈঠক বলে কয়েই হয়। যা পুরোপুরি অস্বীকার করে নিজের দেশকেই প্রথমে মিথ্যবাদী প্রতিপন্ন শুরু করেছেন অসীম মুনির।
পহেলগাম হামলা
গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় জঙ্গিরা। পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় পরপর ২৬ জন পর্যটকের মৃত্য়ু হয়। পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্ক বাতিল করে ভারত।
অপারেশন সিঁদূর
পহেলগাম হামলায় যেভাবে নীরিহ মানুষের প্রাণ যায়, তার কড়া জবাব স্বরূপ অপারেশন সিঁদূর শুরু করে ভারত। ৭ মে মধ্যরাতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। ৮ মেও চলে হামলা। ভারত যখন পরপর জঙ্গি ঘাঁটিতে হামলা চালাচ্ছে, সেই সময় সন্ত্রাসবাদীদের হয়ে অস্ত্র ধরে পাকিস্তান। পালটা হামলা চালায় ভারতের জনবসতিপূর্ণ এলাকায়। যার জেরে জম্মু, পাঠানকোটের মত সীমান্তবর্তী এলাকায় বেশকিছু ঘর, বাড়ি ভেঙে যায়। মানুষও আহত হন।
জঙ্গিদের খতম করতে গিয়ে যখন পাকিস্তান পালটা হামলা চালায় ভারতে, সেই সময় ফের রাওয়ালপিন্ডি-সহ একাধিক পাক বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালান ভারতীয় জওয়ানরা। হামলা চালিয়ে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের কোমর ভেঙে দেয় ভারত।
তারপর থেকেই একের পর এক মিথ্যের অবতারণা শুরু করেছে পাকিস্তান। আর এবার মিথ্যের ফুলঝুরি বানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ তুলে চরম পর্যায়ে পৌঁছল পাকিস্তান।
মুনিরের ধাপ্পাবাজি
সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ভারতকে নিয়ে যেমন মিথ্যে বলতে শুরু করেন মুনির, তেমনি ফ্লোরিডা, টাম্পায় থাকা প্রবাসীদের সামনেও কপটতার আশ্রয় নেন। মুনির বলেন, দিল্লি যদি পাকিস্তানের উপর হামলা চালায়, তাহলে ইসলামাবাদ পরমাণু অস্ত্রের আশ্রয় নেবে।
পাকিস্তানের উপর আঘাত করা হলে, তাঁরা অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববে বলে মন্তব্য করেন পাক সেনা প্রধান অসীম মুনির।