‘শান্তির পুজারী ভারত বিশ্বকে যুদ্ধ নয় গৌতম বুদ্ধ দিয়েছে’, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সন্ত্রাসকে মেরে ছক্কা হাঁকালেন নরেন্দ্র মোদি
রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে নরেন্দ্র মোদি (Photo Credit: ANI)

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর: ‘ভারতবর্ষ গোটা বিশ্বকে যুদ্ধ নয় বুদ্ধ দিয়েছে, গৌতম বুদ্ধ।’ এই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (UNGA) ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। কাশ্মীর ইস্যুকে গোটা দেশ পাখির চোখ করলেও সেদিকে একপা-ও এগোলেন না প্রধানমন্ত্রী। বিশ্বভাতৃত্বের বার্তা ফুটে উঠল তাঁর বক্তব্যে। তবে প্রয়োজন পড়লে সন্ত্রাসবাদের বিরুদ্ধে খড়গহস্ত হতে যে তিনি ভুলবেন না, তা-ও মনে করিয়ে দিলেন। সন্ত্রাসবাদ শুধু একটা দেশ বা জাতির সমস্যা নয়, গোটা বিশ্বের সমস্যা। তা মেটাতে যতদূর যেতে হয় ভারত যাবে। সন্ত্রাসকে দমন করতে ভারতবাসীর কোনও কার্পণ্য নেই। ফের মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সন্ত্রাসবাদের ফলে গোটা বিশ্ব জুড়ে যে রক্তক্ষরণ চলছে সেই ছবিও স্পষ্ট করে তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের স্বরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে সতর্ক করার সুর যেমন রয়েছে, তেমনই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের আক্রোশও রয়েছে। সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’’ রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদ বিরোধী মিশনের ভারত থেকে শহিদের সংখ্যা যে সবচেয়ে বেশি সেই তথ্যও তুলে ধরেন তিনি। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকেই একজোট হওয়ার আবেদন জানান। ভারতের তরফে গোটা বিশ্বকে সম্প্রীতি ও শান্তির বার্তা দেন নরেন্দ্র মোদি। মহত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের ডাক দেন বিশ্বজুড়ে। গান্ধীর আদর্শকে পাথেয় করার আহ্বান জানান তিনি। মোদি সরকারও যে সেই পথের পথিক তা মনে করাতে ভোলেননি তিনি। নিজস্ব স্লোগান ‘সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ‘প্রসঙ্গ টেনে উন্নয়নের ফিরিস্তি দেন। তাঁর এই স্লোগান যে শুধু ভারতের উন্নয়নেই অঙ্গীকারবদ্ধ তা যে নয় মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন বিশ্বের যে কোনও প্রান্তে কাজ করবে এই স্লোগান। আরও পড়ুন-PM Modi vs Imran Khan at UNGA Today: নরেন্দ্র মোদি বনাম ইমরান খান, কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে রাষ্ট্র সংঘের সাধারণ সভায় উঠতে চলেছে বড়সড় ঝড়

তবে আগে থেকে ঠিক থাকায় কাশ্মীর ইস্যু নিয়ে একটা বর্ণও বলেননি প্রধানমন্ত্রী। ৩৭০ ধারা রদের পর কাশ্মীরকে ইস্যু করে বিশ্বমঞ্চে কল্কে পেতে চেষ্টা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ব্যর্থ হয়েছেন। আর এদিন কাশ্মীর ইস্যু নিয়ে ফাটাফাটি তামাশা দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। সঠিক সময়ে সেসবের ধরা দিয়েও গেলেন না প্রধানমন্ত্রী। যেহেতু কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় সেহেতু ভরা বাজারে তানিয়ে চর্চা কেন্দ্রের নীতিবিরুদ্ধ বৈকি।