Indian PM Narendra Modi,and Canadian PM Justin Trudeau. (Photo Credits: X)

দিল্লি, ২২ নভেম্বর: শেষ পর্যন্ত ভারত (India) বিরোধিতার অবস্থান থেকে সরল কানাডা (Canada)। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কানাডার অভ্যন্তরে ঘটে চলা 'অপরাধমূলক কাজকর্মের' কোনও যোগ নেই বলে মন্তব্য করা হয় জাস্টিন ট্রুডো (Justin Trudeau) সরকারের তরফে। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতের হাত রয়েছে বলে যে মন্তব্য করা হয়, তা অনুমানের উপর ভিত্তি করে। শুধু তাই নয়, নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে বলে যে মন্তব্য করা হয়, তা সত্য নয়। পুরোপুরি ভুল বলেও মন্তব্য করা হয় কানাডা সরকারের তরফে।

প্রসঙ্গত খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকেই ওই ঘটনার সঙ্গে ভারত যোগ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে কানাডা। কোনও ধরনের তথ্য প্রমাণ হাতে না পেয়েই ভারতের বিরুদ্ধে বিষোদগার করা হয় কানাডার তরফে। যা ততক্ষণাৎ নাকচ করে দেয় দিল্লি। নিজ্জর খুনে ভারতের কোনও হাত নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে।