Lebanon (Photo Credit: X)

নয়াদিল্লি: গাজা-প্যালেস্তাইনের পর লেবাননে (Lebanon) ইজরায়েলের হামলা। লেবাননে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করল ভারতীয় দূতাবাস (Embassy of India) । বিশেষ প্রয়োজন ছাড়া ভারতীয়দের লেবাননে না যেতে বলা হয়েছে। সম্প্রতি গোলান মালভূমিতে রকেট হামলাকে কেন্দ্র করে ইজরায়েল ও লেবানন মুখোমুখি হয়েছে। প্রাণঘাতী রকেট হামলায় গোলান মালভূমিতে শিশু সহ ১২ জন নিহত হয়, এই হামলার জন্য ইজরায়েল লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে। তবে হিজবুল্লাহ এ দাবি জোরালোভাবে অস্বীকার করে।  সোমবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হামলার জবাব দেওয়া হবে তীব্রভাবে।

এরপর মঙ্গলবার রাতে তেহেরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয় হামাস (Hamas) প্রধান ইসমাইল হানিয়াহের (Ismail Haniyeh)। তেহরানের তিনি যে বাড়িতে রাত্রিযাপন করছিলেন সেই বাড়িটি লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছোড়ে ইজরায়েলি বাহিনী। যদিও ইজরায়েল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। এদিকে গাজায় অব্যাহতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইজরায়েল।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লেবাননের রাজধানী বেইরুটে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া লেবাননে না যেতে। পাশাপাশি সে দেশে বসবাসকারী ভারতীয়দেরও সতর্ক থাকতে বলা হয়েছে এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইমেল আইডি cons.beirut@mea.gov.in ও জরুরি ফোন নম্বর 96176860128-এর মাধ্যমে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

দেখুন

আমেরিকা, জর্ডান, রাশিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড তাদের নাগরিকদের এই মুহূর্তে লেবাননে না যাওয়ার পরামর্শ দিয়েছে।