ইসলামাবাদ, ৯ মার্চ: হোলির প্রাকাল্লে শুভেচ্ছা জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার এবং মঙ্গলবার, দুদিনই হোলি (Holi 2020) উদযাপনে মেতে উঠবেন পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা। তাদেরকেই শুভেচ্ছা জানালেন ইমরান খান (Pakistan Prime Minister Imran Khan)।
Wishing all our Hindu community a very happy and peaceful Holi, the festival of colours.
— Imran Khan (@ImranKhanPTI) March 9, 2020
ইমরান খান টুইটে শুভেচ্ছা জানান, "আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে হোলির শুভেচ্ছা। রঙের উৎসব হোক শান্তিপূর্ণ এবং আনন্দের।" গত রবিবার বালোচিস্তানে হোলি উপলক্ষ্যে দু'দিনের ছুটি ঘোষণা করেছে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে। আরও পড়ুন: Aligarh Mosque: শান্তিপূর্ণভাবে হোলি উদযাপনের জন্য কালো ত্রিপল দিয়ে ঢাকা হল মসজিদ
পরিসংখ্যান বলছে, ৭৫ লাখ হিন্দু মানুষ পাকিস্তানে বাস করেন। সিএএ, এনপিআর, সীমান্তের লড়াই নিয়ে যখন উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশে। ঠিক সেই সময়ই উদারতার বার্তা ইমরান খানের।